ছেলের একটা হাসির কাছে শরীরের স্ট্রেচ মার্ক অনিদ্রা কিছুই নয়, ইউভানের সাত মাসে অকপট শুভশ্রী

১২ ই সেপ্টেম্বর রাজ এবং শুভশ্রী ঘর আলো করে জন্ম নিয়েছে ছোট্ট ইউভান। দেখতে দেখতে সাত মাস পূর্ণ করল রাজশ্রীর রাজপুত্র। আর ছেলের সাত মাসের জন্মদিনে ছেলের উদ্দেশ্যে মিষ্টি বার্তা দিলেন টলিউডের মিষ্টি নায়িকা শুভশ্রী। ছেলের সাত মাসের জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের শুভশ্রী ছেলেকে কোলে নিয়ে আদর করার একটি ছবি পোস্ট করে আবেগমাখা ক্যাপশনে লিখলেন, ‘তোমর একটা হাসির জন্য সব স্ট্রেচ মার্ক, ওজন বৃদ্ধি, রাতজাগা সার্থক’। সঙ্গে হ্যাশট্যাগে নিজের মাতৃত্বকে নিজের জীবনের সেরা পর্ব বলে উল্লেখ করলেন টলিউডের পরিণীতা। সঙ্গে শুভশ্রী জানালেন স্বামী রাজকে ভীষণ মিস করেছেন তিনি।
সাড়ে পাঁচ মাস বয়সে এলাহি আয়োজনে হালিশহরের বাংলোতে মুখে ভাত হয়েছে ইউভানের। দাদুর কোলে বসে লক্ষ্মী ছেলের মতন ভাত খেয়েছে ইউভান। আর তার কিছুদিন পর সেলিব্রেট হয়েছে তার ছয় মাসের জন্মদিন, সেই ছবিও ইন্টারনেটে ঘুরে বেরিয়েছে। আর এখন সাত মাসের বিগ বয় ইউভান।
জন্ম লগ্ন থেকেই প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছে রাজশ্রী এর রাজপুত্র। তাঁর জনপ্রিয়তায় এতটাই যে জন্মের কিছুক্ষণের মধ্যেই ইউভানের নামে খুলে যায় একাধিক ফ্যান পেজ। বললে খুব একটা ভুল হবেনা ইউভান এখন টলিপাড়ার অন্যতম খুদে সেলিব্রেটি। এরই মধ্যে ছোট্ট ছোট্ট পায়ে দাঁড়াতে শিখে গেছে ইউভান। খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা, তবে বাবা রাজ সেইসব সামনে থেকে দেখতে পারছেন, না কারণ এই মুহূর্তে রাজ ভোটের ময়দানে ব্যস্ত।
তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর কেন্দ্রের হয় লড়ছেন রাজ। আর সেখানেই নাওয়া খাওয়া ভুলে পরে রয়েছেন এক প্রকার। ওদিকে চক্রবর্তী বাড়িতে রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে রাজশ্রীর পুত্র। তবে বাবা রাজ এইসব সামনে দিয়ে দেখার থেকে থাকছেন বঞ্চিত। অজ্ঞতা ভিডিও কলেই ভরসা, ফোনের ছোট্ট স্কিনের মধ্যে দিয়েই ছেলেকে ধীরে ধীরে বেড়ে উঠতে দেখছেন তিনি। কাজের ফাঁকে ছেলের বিভিন্ন ভিডিও পোস্ট করেই বাবা রাজ আপাতত সান্তনা দিচ্ছেন নিজের মনকে। সম্প্রতি ছেলের অন্নপ্রাশনের একটি অদেখা ভিডিও পোস্ট করলেন রাজ।