বিনোদন

লাল পেড়ে শাড়ি থেকে সেক্সি পোশাকে, কুল থেকে হট নুসরাত

Advertisement
Advertisement

দিনের শুরু থেকে শেষ বর্তমানে শিরোনামে সবসময় থাকছে টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী নুসরত জাহান। একদিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা অপরদিকে সাংসদ। দুটি কাজকেই দক্ষতার সাথে সমানতালে পালন করছেন নুসরত। বরাবরই নিজের চিন্তা ধারাকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। ঈদের খুশিতে গা ভাসানো থেকে দশমীতে সিঁদুরখেলা রথ টানা সবটাই করে থাকেন অভিনেত্রী। তার জন্য ট্রলের মুখে পড়েও সেইসবকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ছন্দে এগিয়ে চলেছেন নুসরত। মোহময়ী রূপের সঙ্গে ড্রেসিং সেন্স সবকিছুতেই যেন এক নম্বরে তারকা সাংসদ নুসরত।

তিনি যে রকম ওয়েস্টার্ন পোশাক পরেন ঠিক সেরকমই এথনিক পোশাকেও স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন যেখানে নুসরতকে রুহি জৈন লাল পাড় সাদা শাড়িতে লক্ষ্য করা যাচ্ছে। লাল পাড় সাদা একটি লিনেন শাড়ি তার সাথে কনট্রাস্ট করে ডিজাইনার ব্লাউজ কপালে লাল টিপ হালকা গয়না। সাবেকি সাজে চোখ ফেরানো এক প্রকার দায় নুসরতের দিক থেকে।

শুধু এথনিক পোশাকে নয় এথনিক পোশাকের পাশাপাশি হট লুকে সোশ্যাল মিডিয়া কাঁপায় নুসরত। বেশ কয়েকদিন আগে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাকে দেখা গিয়েছিল অফ শোল্ডার মাস্টার্ড রঙের পোশাকে। পোস্ট হতে দেরি মুহূর্তে ভাইরাল।

দীপাবলির সময় দিওয়ালি লুকে সেজে উঠেছিলেন অভিনেত্রী। দিওয়ালি উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে একটি হিন্দি গানের সাথে হাতে প্রদীপ নিয়ে নাচ করে দেখাতে অভিনেত্রীকে। নুসরতের পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা, হালকা গয়না হালকা মেকআপে যেন অপ্সরা। বলে রাখি, চলতি বছর দীপাবলীতে সাবেকি সাজে নুসরতের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে গিয়েছিল।

নুসরতের দিওয়ালি লুকে হাজার হাজার পুরুষ দিওয়ানা হওয়ার আগেই নতুন করে প্রেমে পড়ছেন তারই স্বামী। নুসরতের একটি দিওয়ালি ভিডিও পোস্ট হতেই নিজেকে সামলাতে পারলেন না। নুসরতের স্বামী নিখিল। নুসরতের পোস্টে কমেন্ট করে নিখিল লিখেছিলেন,’তুমি কি সত্যি নাকি রূপকথা’!নিখিলের কমেন্টে নুসরত উত্তর দিয়েছিলেন, ‘রক্তমাংসের মানুষ আমি। কিছুটা মানবিকতাও রয়েছে। এই সংমিশ্রণেই আমি তৈরি। নিজের জন্য প্রচুর ভালবাসা আজের জন্য যথেষ্ট। নুসরতের এই কমেন্টে ভরা ভরা লাইক দেয় অনুরাগীরা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles