Advertisements

ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার, ‘Super Hit’ গানে তুমুল নাচ অভিনেত্রী মৌনির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

মৌনি রায়ের পাতলি কামারিয়ায় মেতে নেট দুনিয়া, নায়িকার মারকাটারি ফিগারের ধারে উষ্ণতা ছড়ালেন সোশ্যাল মাধ্যমে। বটন গ্রিন সেক্সি পোশাকে মৌনি যেনো তিখি মির্চি। সম্প্রতি মৌনি নিজের সোশ্যাল মাধ্যমে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি তার পরবর্তী আইটেম ডান্স পাতলি কামারিয়ার গানে নাচছেন।

এই প্রথম নয় যে মৌনি কোন আইটেম সং এর সাথে কোমর দোলাচ্ছেন, তবে প্রত্যেকবারের ন্যায় এবারও নিজের পারফেক্ট লুক সেক্সি ফিগারের ধারে দর্শকের মনে ঝড় তুলেছেন মৌনি।

মৌনি এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ছাড়ার সাথে সাথে দর্শকরা তার দারুণ প্রশংসা করেছেন। প্রত্যেকেই অধীর আগ্রহে পুরো গানটি দেখার জন্য অপেক্ষা করে আছে। ইতিমধ্যে হু হু করে ভিডিওটিতে লাইক এর সংখ্যা বাড়ছে।

ছোট পর্দা দিয়ে পথ চলা শুরু করেছিলেন মৌনি, তবে নিজের অপার চেষ্টা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আজ তিনি পাকাপাকি জায়গা করেছেন বি টাউনে, ইতিমধ্যেই অক্ষয় কুমারের সাথে তিনি গোল্ড এবং রাজকুমার রাও এর বিপরীতে মেড ইন চায়না সিনেমায় অভিনয় করে সারা ফেলেছেন।

বর্তমানে মৌনির বিয়ে নিয়ে উঠেছে নানান গুঞ্জন, শোনা যাচ্ছে খুব শীগ্রই নিজের বন্ধুর সুরাজকে বিয়ে করতে চলেছেন এই নায়িকা। তার মা-ও ইতিমধ্যে সুরাজের পরিবারের সাথে কথা বলেছেন, তবে মৌনি এখনই এই বিষয় নিয়ে কোনো রকমের মুখ খুলতে নারাজ। তিনি শুধুমাত্র শুধুমাত্র ভাবছেন নিজের কাজ নিয়ে, আর তাই নিজের আইটেম সং এর প্রচারে ছাড়লেন এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি, যা এই মুহূর্তে নেট মাধ্যমের অন্যতম সেনসেশন।

Related Articles