সালমানের নাম নিয়ে তুমুল কান্না, প্রকাশ্য রাস্তায় মাথা ঠুকলেন রাখি সাওয়ান্ত, মুহূর্তে ভাইরাল ভিডিও

বলিউডের কন্ট্রোভার্সিয়াল কুইন রাখি সাওয়ান্ত। এমন কোনো দিন নেই যেদিন রাখি বিতর্কিত শিরোনামে থাকেন না। অ্যাটেনশন কেড়ে নেওয়ার ক্ষেত্রে রাখির জুড়ি মেলা ভার। কিছুদিন আগেই বিগ বস ১৪ তে অংশগ্রহণ করেছিলেন রাখি সাওয়ান্ত। সেখানেও বেশ চর্চায় ছিলেন রাখি সাওয়ান্ত। শো এর উইনার না হলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি, ১৪ লক্ষ টাকা জিতে বিগ বস হাউস থেকে বেরিয়েছিলেন রাখি।
আর বিগ বসে গিয়েই নিজের মায়ের অসুস্থতার কথা সকলের সামনে বলেন রাখি। রাখি জানান ক্যান্সারে আক্রান্ত তার মা, খুব শীঘ্রই তার মায়ের অস্ত্রোপচারের প্রয়োজন। আর তার জন্য চাই প্রচুর টাকা। এরপর শো এর সঞ্চালক সালমান এবং তার ভাই সোহেল এগিয়ে আসেন রাখীর সাহায্যে, সমস্ত চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতি দেন।
ইতিমধ্যে রাখীর মায়ের অস্ত্রপচার হয়ে গেছে। তাঁর শরীরে থেকে বিশাল আকাশ ক্যান্সার যুক্ত টিউমারটি সফল ভাবে বের করে আনা সম্ভব হয়েছে। এখন রাখির মা সম্পূর্ণ সুস্থ এবং তিনি ক্যান্সার মুক্ত। জানা গিয়েছে ভারতের সবচেয়ে বড় ক্যান্সার স্পেশালিস্ট সঞ্জয় শর্মার তত্ত্বাবধানে রাখীর মায়ের অপারেশ হয়েছে।
এদিন রাখি মায়ের অপারেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান এবং তার পরিবারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান, এমনকি রাস্তায় ষষ্টাঙ্গে শুয়ে পড়ে সালমানের উদ্দেশ্যে প্রণাম জানান রাখি। সালমান এবং সোহেল কে দেব দূত, মাসিহা বলে অভিহিত করেন রাখি। রাখীর মা জয়া সাওয়ান্ত আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানান সালমানকে।