রাতের হোটেলে আগুন ছড়ালেন হার্দিকের স্ত্রী, নাতাশার গ্ল্যাম লুকে ফিদা নেটিজেনরা

গত বছর জানুয়ারি মাসে ভারতের ক্রিকেটের অলরাউণ্ডার তারকা হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) সাত পাকে বাঁধা পড়েছেন নাতাশা স্ট্যানকোভিচ (Natasa Stankovic)। এনগেজমেন্টের কিছুদিন পরেই নাতাশা তার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন। এরপর তাদের জীবনে আসে তাদের ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান অগস্ত্য।
নাতাশা একজন মডেল ডান্সার এবং অভিনেত্রী। ২০১৪ সালে প্রকাশ ঝা পরিচালিত সত্যাগ্রহ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নাতাশা। এরপর ওই সালেই অংশ নেন জনপ্রিয় রিযেলিটি শো বিগ বস এ। বিয়ের কিছুদিন আগেই নিজের প্রাক্তন প্রেমিক আলি গনির সাথে নাচ বালিয়েতে অংশ নেন নাতাশা।
ছেলের জন্মের পরেই জিমে সময় কাটিয়ে আবার নিজেকে আগের গড়নে ফিরিয়ে এনেছেন হারদিকের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নাতাশার ছবি দেখলেই বোঝা যাবে সন্তান জন্ম দেওয়ার পরও কতখানি ফিট রয়েছেন তিনি।
বর্তমানে চলছে আইপিএল, হার্দিকের সাথে তার পরিবারও রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হোটেলই। খেলার ফাঁকে স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ এবং ছেলে অগস্ত্য সময় কাটাচ্ছেন হার্দিক। ছেলের সাথে বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার নাতাশা নিজের লুক নিয়ে আগুন লাগলেন নেট মাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মঙ্গলবার নাতাশা কিছু ফটোশুটের ভিডিও পোস্ট করেছেন। হোটেলের চত্বরে হাই হিল এবং লাল ড্রেসে আবহাওয়ার পারদ বাড়িয়েছেন হার্দিক পত্নী। ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে বাজছে রিহানার (Rihanna) বিখ্যাত গান ‘দিজ ইজ হোয়াট ইউ কেম ফর’। নাতাশার এই কিলার লুকের ছবি মুহূর্ত্বে মধ্যে ভাইরাল হয়েছে গণ মাধ্যমে।