আন্তর্জাতিকনিউজ

আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে নীল রঙের লাভা, নয়া আবিষ্কারে হতবাক গোটা বিশ্ব

Advertisement
Advertisement

পৃথিবীতে রহস্যের শেষ নেই প্রাচীন যুগ থেকেই রহস্যে ঘেরা পৃথিবী মানুষকে করেছে রোমাঞ্চিত ভীত উৎসাহী। পৃথিবীতে এমন অনেক অসাধারণ জায়গা আছে যা চাক্ষুষ দেখলে মুখ দিয়ে অসামান্য অদ্ভুত এই বিশেষনগুলি বেরিয়ে আসতে বাধ্য।

আগ্নেয়গিরির কথা শুনলেই সাধারণত চোখের সামনে ভেসে আসে টকটকে লাল লাভা গড়ানো উত্তপ্ত পাহাড়ের কথা। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে এই আগ্নেয়গিরির দৃশ্য ভিন্ন। দূর থেকে দেখলে সেই আগ্নেয়গিরি মনে হবে নীল আলোর ধারা গড়িয়ে পড়ছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি kawah ljen এর বিশেষত্ব হল এই আগ্নেয়গিরি দিয়ে যে লাভা বের হয় তার রঙ ইলেকট্রিক ব্লু। রাতে আগ্নেয়গিরির মুখ দিয়ে লাভা বেরিয়ে এসে যখন পাহাড় বেয়ে নামতে থাকে সেই দৃশ্য ভয়ংকর সুন্দর যেন নেশা জাগায়। আর লাভার এই রঙ বিশ্বের আর কোথাও কোন আগ্নেয়গিরিতে দেখা যায় না। প্যারিসের এক ফটোগ্রাফার অলিভিয়ার গ্রুনওয়ার্ল্ড কাওয়া ইয়েন আগ্নেয়গিরি নিয়ে অনেকদিন ধরেই ডকুমেন্টারি তৈরির কাজ করছেন।

তিনি জানান নীল রংয়ের এই লাভা আদতে লাভা নয় যখন সালফিউরিক গ্যাস আগ্নেয়গিরির বিভিন্ন অংশ থেকে বেরিয়ে এসে অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এই রং তৈরি হয়। এরপর হাওয়ার সাথে মিশে নীল রংয়ের আগুন তৈরি করে। তিনি জানিয়েছেন সূর্যাস্তের পর এই নীল রঙ সবচেয়ে ভালো দেখা যায় আর তখন এই দৃশ্য অকল্পনীয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles