নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার রানাঘাটে যুব তৃনমূলের অভিনব উদ্যোগ, অনুষ্ঠিত হল “ভার্চুয়াল অঙ্কন প্রতিযোগিতা”

৪৮ জন প্রতিযোগী তারা ঘরে বসেই অঙ্কন করবে সেই অঙ্কন দেখে বিচারকরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিচার করবেন।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- আজ রানাঘাটে সর্বপ্রথম এবং নতুন ধরণের অভিনব উদ্যোগ রানাঘাট ১৪ নম্বর ওয়ার্ডে ভার্চুয়াল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হল।

৪৮ জন প্রতিযোগী তারা ঘরে বসেই অঙ্কন করবে সেই অঙ্কন দেখে বিচারকরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিচার করবেন। এত দিন ভার্চুয়াল সভা জেনেছি কিন্তু ভার্চুয়াল কোনো অঙ্কন প্রতিযোগিতা এই প্রথম রানাঘাটে হল। করোনা সংক্রমণ এর কথা মাথায় রেখে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে রানাঘাটের তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সম্পাদক কামনাশীষ চ্যাটার্জী বলেন যে এমন উদ্যোগের আগে কোথাও হয়েছে নাকি জানিনা। তবে করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব এর কথা মাথায় রেখে কচি কাঁচারা ঘরে বসেই আঁকবে এবং এইখান থেকেই বিচারকরা প্রতিযোগীদের স্থান নির্ধারণ করবেন। তাদেরকে বিচারকের মাধ্যমে স্থান নির্ধারণ ও পুরস্কৃত করা হবে।

Related Articles