নিউজরাজ্য

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

বেশ কয়েকদিন ধরেই শৈত্যপ্রবাহ চলার পর গত সপ্তাহে তাপমাত্রা বেড়েছে রাজ্যে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আজ। দক্ষিণবঙ্গে সকালে কুয়াশার পূর্বাভাসও আছে। অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রীর বেশি হল। তবে কলকাতায় শীত কার্যত উধাও। তবে, শহরতলী ছাড়া, জেলাগুলির বাকি অংশগুলিতে সকালে শীতের আমেজ থাকবে আরও বেশ কয়েক দিন। আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে। তবে শুধু উত্তরবঙ্গেই নয়, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও রয়েছে।

উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকবে। বুধবার এই মূহুর্তে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

হাওয়া অফিস দপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গে শীত থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীত আপাতত বিদায় নিতে চলেছে।

Related Articles