টেক নিউজ

মাত্র ২ ঘন্টায় পৌঁছানো যাবে দিল্লি থেকে পাটনা, বাজারে এল বিশ্বের দ্রুততম গাড়ি

দিল্লি থেকে পাটনার রাস্তার দূরত্ব হাজার কিলোমিটারের বেশি। সেই রাস্তা চলে যাওয়া যাবে মাত্র ২ ঘণ্টাতে।

Advertisement
Advertisement

গাড়িতে করে মাত্র ২ ঘন্টাতে পৌঁছে যেতে পারেন দিল্লি থেকে পাটনা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দিল্লি থেকে পাটনার রাস্তার দূরত্ব হাজার কিলোমিটারের বেশি। সেই রাস্তা চলে যাওয়া যাবে মাত্র ২ ঘণ্টাতে। আর এই গাড়িটির নাম SSC Tuatara, এটি বিশ্বের সবচেয়ে দ্রুততম গাড়ি। সম্প্রতি এই প্রযোজনা সংস্থার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে এই গাড়ির সব থেকে টপস্পিড ছিল ৪৯০ কিমি প্রতি ঘন্টা।

গাড়িটির চালক অলিভার ওয়েবও জানিয়েছেন, এই গাড়িটি এর চেয়েও বেশি দ্রুত গতিতে চলতে পারে। আর এই গাড়ির মোট ওজন রয়েছে ১২৪৭ কেজি। কোম্পানি জানিয়েছে, তাঁরা মাত্র ১০০ টি এই দ্রুতগতির গাড়ি তৈরি করবে। এই গাড়ির দাম প্রায় ১.৬ মিলিয়ন ডলার।

এই গাড়িতে চড়লে মনে হবে হাওয়ায় উড়ছে। আর এই গাড়ি করেই দিল্লি থেকে পাটনা যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। ১০ অক্টোবর লাস ভেগাসের রাস্তায় এই গাড়ির স্পিড টেস্ট নেওয়া হয়েছিল। আর এই গাড়ির স্পিড মাপার জন্য একটি বিশেষ জিপিএস মাপার ডিভাইস ও ১৫ টি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়েছিল।

Related Articles