Airtel গ্রাহকদের জন্য বিশাল সুখবর, এই কাজটি করলেই একদম ফ্রিতে মিলবে ৫ GB ‌ডেটা

সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল গ্রাহকদের জন্য নয়া অফার এনেছে।

Advertisement

এয়ারটেল গ্রাহকদের জন্য বিশাল সুখবর। সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল গ্রাহকদের জন্য নয়া অফার এনেছে। এই অফারে বিনামূল্যে মিলতে পারে ৫ GB ডেটা। Telecom Talk নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই অফারটি এয়ারটেলের নতুন প্রিপেড গ্রাহকরাই বিনামূল্যে ৫ GB ‌ইন্টারনেট ডেটা পাবেন।

Advertisements

জানা গিয়েছে, যাঁরা নতুন এয়ারটেলের কানেকশন নিয়েছেন বা 2G ‌বা 3G থেকে 4G কানেকশনে পরিবর্তন করিয়েছেন। তাঁরা প্রথমবার Airtel Thanks app ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করলেই এই অফারটি পেয়ে যাবেন। মনে রাখতে হবে, কানেকশন নেওয়ার ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার তিনদিনের মধ্যেই ১ GB ডেটার পাঁচটি কুপন পেয়ে যাবেন।

Advertisements

এরপর Airtel Thanks app থেকে কুপনগুলিকে রিডিম করা যাবে। তবে ৯০ দিনের মধ্যেই তা করতে হবে। ৯০ দিন পরে সেগুলির মেয়াদ ফুরিয়ে যাবে এবং রিডিমের পরও তিনদিনের মধ্যেই ডেটা শেষ করতে হবে। এছাড়া যারা পুরনো গ্রাহক, যাঁদের 4G কানেকশন থাকলেও Airtel Thanks app ডাউনলোড করা নেই, তাঁরা প্রথমবার এই অ্যাপটি ডাউনলোড করলে পাবেন ২ GB ডেটা। তাঁদের জন্যও একই নিয়ম প্রযোজ্য থাকবে।

এর পাশাপাশি বিনামূল্যে ৬ GB ডেটা পাবার জন্য গ্রাহকদের ৫৯৮ টাকার রিচার্জ করাতে হবে। এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটি রয়েছে ৮৪ দিন। যে গ্রাহক এই প্রিপেইড প্যাকটি রিচার্জ করাবেন, তাঁকে ছয়টি রিচার্জ কুপন দেওয়া হবে। আর সেই প্রত্যেকটি কুপনেই তাঁরা পেয়ে যাবেন ১ GB করে ইন্টারনেট।

Related Articles