অফবিট

৪ হাজার চালের দানায় ভগবত গীতার শ্লোক খোদাই করে অনন্য নজির গড়লেন তেলেঙ্গানার এক ছাত্রী

পুরো ভগবত গীতার শ্লোক লিখতে ৪ হাজার ৪২টি চালের দানা ব্যবহার করেছেন তিনি।

Advertisement
Advertisement

ভগবত গীতার সমস্ত শ্লোক খোদাই করা হয়েছে ছোট ছোট চালের দানার মধ্যে। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন, তবে এটাই সত্যি। আর এই অসাধারণ কাজ করে দেখিয়েছেন তেলেঙ্গানার এক আইনের ছাত্রী। আর তাঁর এই কাজের কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তারপরেই এই কীর্তি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ওই ছাত্রীর রামাগিরি স্বারিকানা।

পুরো ভগবত গীতার শ্লোক লিখতে ৪ হাজার ৪২টি চালের দানা ব্যবহার করেছেন তিনি। তাঁর এই কাজটি করতে সবমিলিয়ে সময় লেগেছে ১৫০ ঘন্টা। আর এই শ্লোক লেখার সময় সে আতস কাঁচও ব্যবহার করেনি। কয়েকদিন আগে চুলের‌ মধ্যে ভারতীয় সংবিধানের গোটা প্রস্তাবনা লিখে নজিরও গড়েছিলেন রামাগিরি স্বারিকানা। তখন এই কাজের জন্য তাঁকে তেলেঙ্গানার রাজ্যপাল সংবর্ধনাও জানিয়েছিল। তামিলসাই সৌন্দরাজন পুরস্কারও দেওয়া হয়েছিল।

ভারতের প্রথম মাইক্রো আর্টিস্ট বলা হয় তাঁকে। ২০১৭ সালে ইন্টারন্যাশনাল অর্ডার অব বুকস এবং ২০১৯ সালে নর্থ দিল্লি কালচারাল অ্যাকাডেমি থেকে পুরস্কারও জিতেছিলেন। এখনও পর্যন্ত তিনি তৈরি করেছেন ২ ‌হাজারেরও বেশি মাইক্রো আর্টওয়ার্ক। সংবাদসংস্থা ANI-কে স্বারিকা বলেন, ‘‌‘‌এটি আমার সর্বশেষ কাজ। আমি ৪ হাজার ৪২টি চালের দানায় ভগবত গীতার সমস্ত শ্লোক লিখেছি। গোটা কাজটি করতে আমার ১৫০ ঘণ্টা সময় লেগেছে।’‌’‌ তাঁর প্রধান লক্ষ্য হল জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও সুনাম অর্জন করা।

Related Articles