টেক নিউজনিউজ

Samsung Galaxy S9 FE: দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হলো Samsung-র ফোন ও ট্যাব! জানুন বিস্তারিত

একটি স্মার্টফোনের সঙ্গে দুটি মডেলের ট্যাব লঞ্চ হয়েছে, দাম সম্পর্কে জানুন

Advertisement
Advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল নির্মাণকারী সংস্থা সামসুং গত বুধবার বাজারে নিয়ে আসলো দুর্দান্ত মডেলের স্মার্টফোন, ট্যাবলেট ও হেডসেট। যেখানে Samsung Galaxy S23 FE স্মার্টফোন, Samsung Galaxy Tab S9 FE ও Galaxy Tab S9 FE+ নামক ট্যাব ও Samsung Galaxy Buds FE ট্রুলি ওয়্যারলেস স্টিরিও হেডসেট বাজারে লঞ্চ করেছে। এই তিনটি প্রোডাক্টের দাম ও ফিচার সম্পর্কে প্রতিবেদন থেকে বিস্তারিত ভাবে জেনে নিন।

Samsung Galaxy S23 FE

গত বুধবার বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। যা ৮ জিবি + ১২৮ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে। ক্রিম, গ্রাফাইট, মিন্ট, বেগুনি কালারে মিলবে ফোনটি। বাজারে এর দাম ৫৯,৯৯৯ টাকা। তবে অফারে এখন ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চির ডায়নামিক ফুল এইচডি আমোলেড ডিসপ্লে। পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আর রয়েছে ২৫ ওয়াট চার্জিং সাপোর্টেড ৪০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy S9 FE ও FE+

সামসুং FE মডেলের দুটি ট্যাব লঞ্চ করেছে। একটি Galaxy Tab S9 FE। যেখানে ৬ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি +২৫৬ জিবি যথাক্রমে ৪৭,৯৯৯ টাকা ও ৫৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে Samsung Galaxy S9 FE+ এর দুটি ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা ও ৫৬,৯৯৯ টাকা। এর ৫-জি ভার্সন কিনতে গেলে দাম আরো একটু বেশি পড়বে। Samsung Galaxy S9 FE গ্রে, ল্যাভেন্ডার, মিন্ট এবং সিলভার কালারে পাওয়া যাবে এই ট্যাবলেট। এই দুটি ট্যাবলেট রয়েছে যথাক্রমে ১০.৯ ইঞ্চি ও ১২.৪ ইঞ্চি স্ক্রিন।

Samsung Galaxy Buds FE

মাত্র ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে Galaxy Buds FE। দুটি কালার কম্বিনেশনে বাজরে লঞ্চ করা হয়েছে, যথা গ্রাফাইট ও সাদা। ইতিমধ্যে এর সেল শুরু হয়েছে। সামসুং-এর স্টোর কিংবা আমাজন থেকে কিনতে পারবেন। এটি ANC সাপোর্টেড। এছাড়া রয়েছে টাচ কন্ট্রোলের সাপোর্ট। একবার চার্জ দিলে ৬ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে।

Related Articles