টেক নিউজ

এবার প্রতি বাড়িতে থাকবে Royal Enfield! বাইকপ্রেমীদের জন্য বাম্পার অফার দিল সংস্থা

Advertisement
Advertisement

Royal Enfield Hunter 350: বাইকপ্রেমী অথচ রয়‍্যাল এনফিল্ড পছন্দ করে না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। গ্রাহকদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে এই সংস্থার নানাম রকমের মডেল আছে। বিভিন্ন মডেলের মাঝেই সম্প্রতি রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০-কে চর্চায় থাকতে দেখা গেছে। বাইকপ্রেমীদের জন্যই আজকের প্রতিবেদনে এই বাইকের ফিচার্স, ইঞ্জিন ও দাম নিয়ে আলোচনা করা হল।

Royal Enfield Hunter 350

রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর ফিচার্স ও ইঞ্জিন (Royal Enfield Hunter 350 Features & Engine)

১. বাইকটিতে আছে ৩৯৪.৩৪ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন ২০.৪ পিএস শক্তি ও ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে।
২. এতে আছে ৬ স্পিড ট্রান্সমিশন সম্পন্ন এয়ার কুলড ইঞ্জিন।

Viral Video
Viral Video: গোপনাঙ্গে ফেনা লাগিয়ে ভাইরাল সোফিয়া! দেখুন সেই ভিডিও

রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর দাম (Royal Enfield Hunter 350 Price)

১. এক্স শোরুমে এই বাইকটি ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকায় উপলব্ধ রয়েছে।
২. এই বাইকটিকে নগদে কেনার আর্থিক ক্ষমতা সবার নাই থাকতে পারে। তবে এক্ষেত্রে একটি বিশেষ উপায় আছে, যেটি অবলম্বন করলে মাত্র ৮০০০ টাকা দিয়ে রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০ কেনা সম্ভব। কীভাবে মাত্র ৮০০০ টাকায় কেনা যাবে? নিম্নে বর্ণনা করা হল।

Royal Enfield Hunter 350

রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০ কেনার ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন

একটু একটু করে টাকা দিয়ে রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০ কিনতে চাইলে ইএমআই (EMI) পদ্ধতির সাহায্য নিতে হবে। এক্ষেত্রে প্রথমে ডাউনপেমেন্ট হিসাবে দিতে হবে ৮৬৫৬ টাকা। এই টাকা দিতে পারলেই বাকি টাকা ব্যাঙ্কের কাছে ঋণ হিসাবে পাওয়া যাবে। আপনি যদি সুদ ১০% ও মেয়াদ ৩ বছর তথা ৩৬ মাস বেছে নেন, তাহলে আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে মাত্র ৫৯৩৯ টাকা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles