টেক নিউজনিউজ

জলেও কাজ করবে ঠিকঠাক, দেশের বাজার গরম করতে আসছে Moto Edge 40 Neo, দাম আপনার বাজেটের মধ্যেই

Advertisement
Advertisement

মোটোরোলা চলতি মাসে তাদের সংস্থার একটি নতুন মডেল আনতে চলেছে। আর সেটি হল Moto Edge 40 Neo। আগামী ২১শে সেপ্টেম্বর স্মার্টফোনটি ভারতের বাজারে আসতে চলেছে। মনে করা হচ্ছে স্মার্টফোনটি বেশ কম দামে উপলব্ধ হবে। টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, আসন্ন স্মার্টফোনটির দাম হতে পারে ২৫,০০০ টাকা। যদিও ইউরোপের বাজারে এটি ৩৯৯ ইউরোতে পাওয়া যাচ্ছে।

টিপস্টার আরও জানিয়েছেন, স্মার্টফোনটি পাওয়া যাবে তিনটি রঙে আর তা হল ক্যানাল বে, সুথিং সি ও ব্ল্যাক বিউটি রঙে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকেরা। আগামী ২১শে সেপ্টেম্বর দুপুর ১২টার সময় এটি লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে ইউরোপের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে স্মার্টফোনটি। আর তার মাধ্যমে জানা গিয়েছে মোবাইলের সমস্যা সুবিধা। জানা যাচ্ছে, মোবাইলে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ চিপসেট প্রসেসর রয়েছে।

এছাড়া স্টোরেজ হিসেবে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ডুয়াল রিয়ার ক্যামেরা। মনে করা হচ্ছে স্মার্টফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিশেষ অফারের সঙ্গে হাজির হবে। স্মার্টফোনে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে ও ১৩০০ নিটস্ ব্রাইটনেস রয়েছে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে।

সঙ্গে সেলফি ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে মোবাইলে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করে। ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। এছাড়া আরও সুবিধাগুলির মধ্যে রয়েছে স্পিকার্স, ব্লুটুথ কানেক্টিভিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গুগল অ্যাসিস্ট্যান্ট সহ আরও একাধিক সুবিধা।

Related Articles