আজ থেকে কমলো রান্নার গ্যাসের দাম, কত টাকা বাঁচবে সাধারন মানুষের

বর্তমানে পেট্রোলের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তর, আর এরই মাঝে সব থেকে বেশি যার মূল্য বৃদ্ধি মধ্যবিত্তের রাতের ঘুম উড়িয়েছে সেটি হল রান্নার গ্যাস। এক মাসের মধ্যেই রান্নার গ্যাসের দাম পৌঁছে গিয়েছে মধ্য গগনে। তবে এবার খানিকটা স্বস্তি খবর আসলো আমজনতার জন্য। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমলো ১০ টাকা।
জানুয়ারি থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছিল ভরতুকি সহ রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারি থেকে যা হয়ে গিয়েছিল আকাশচুম্বী। সাধারণত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বাড়ার কারনেই রান্নার গ্যাসের দামের হঠাৎ এই হেরফের ঘটেছিল।
এই সপ্তাহে তিনবার আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমেছে আর তারই প্রভাব সামান্য হলেও এসে পড়ল রান্নার গ্যাসের উপর। গত দুমাস ধরে রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছিল। ভর্তুকির পরিমাণও কমিয়ে দিয়েছে। একটি রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়িয়ে ছিল ৮৪৫ টাকায়।
পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম হঠাৎ নিম্নমুখী হওয়ার কারণ হিসেবে এক শীর্ষ সরকারি আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,” আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠা পড়ার উপরে জ্বালানির মূল্য নির্ভর করে। গত কয়েকদিন যাবৎ তেলের দাম নিম্নমুখী। মঙ্গলবার মূল্য সামান্য বাড়লেও ট্রেন্ড তলানির দিকেই, আর তারই প্রভাব পড়ছে দেশীয় জ্বালানির দামে।