অফবিটনিউজ

Durga Puja 2023: এ বছর উমার কীসে আগমন-গমন? শুভ নাকি অশুভ?

দুর্গা মা এবার কিসে আসছেন আর কিসে যাচ্ছেন? এর ফলাফল কি?

Advertisement
Advertisement

আর মাত্র ৩০ দিন। তারপরই অপেক্ষার দিন গোনা শেষ, শুরু বাঙালির প্রিয় দুর্গা উৎসব (Durga Puja 2023)। এর মধ্যে অনেকেই শপিং সেরে ফেলেছেন, পুজোর কোন দিন কোথায় যাবেন, কী খাবেন তার সব প্ল্যানই সেরে ফেলেছেন। আর কিছুদিন পরেই উমা কৈলাশ থেকে বাপের বাড়ি আসছে। তবে জানেন কি এবারে মায়ের আগমন বা গমন কীসের হবে? যদি না জানেন, তবে এই প্রতিবেদন থেকে জেনে নিন।

পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের বাঙালিদের সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গা পূজা (Durga Puja 2023)। যেখানে উমা তাঁর চার ছেলে মেয়েকে নিয়ে কৈলাশ থেকে মর্তে বাপের বাড়ি আসেন। পাঁচদিন থেকে আবার ফিরে যান শ্বশুর বাড়ি। হিন্দু শাস্ত্র মতে, উমা তথা দেবী দুর্গার আগমন বা গমনের উপর নির্ভর করে পৃথিবীবাসীর সুখ ও দুঃখ। যেমন গত বছর দেবী দুর্গা এসেছিল গজে, আর গমন করেছিল নৌকায়। উভয়ের অর্থ শুভ।

তবে এবছর দেবী দুর্গার (Durga Puja 2023) আগমন ও গমন হবে ঘোটকে। ঘোড়া বা ঘোটকে আগমনের অর্থ মড়ক এবং ঘোটকে গমন ইঙ্গিত করে সমাজের রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা পরিস্থিতি। যার ফল অশুভ। কোন বারে সপ্তমী ও দশমী পড়েছে তার উপর নির্ভর করে দেবী দুর্গার আগমন ও গমন কীসে হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, একই বাহনে দেবী দুর্গার আগমন ও গমন ঘটলে, তা অত্যন্ত অশুভ।

এ বছর দুর্গাপূজা (Durga Puja 2023) শুরু হচ্ছে ২০ই অক্টোবর। এদিন ষষ্ঠী পড়েছে। এরপর আগামী ২১শে অক্টোবর অর্থাৎ শনিবার দুর্গাপুজোর সপ্তমী শুরু হচ্ছে। অষ্টমী ও নবমী পড়েছে যথাক্রমে রবিবার ও সোমবার। আর আগামী ২৪শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পড়েছে দশমী। এদিন মায়ের বিদায় পালা। তারপরই আরো এক বছরের অপেক্ষা। আর এবছর যেহেতু একই বাহনে অর্থাৎ ঘটকে আগমন ও গমন হচ্ছে, তাই এটি অশুভ শক্তিকে ইঙ্গিত করছে।

Related Articles