মাত্র ১১ হাজার টাকায় প্রি-বুকিং, উৎসবের মরশুমে ধামকাদার গাড়ি আনছে Nisaan, দাম থাকবে মধ্যবিত্তদের নাগালের মধ্যেই!

অটোমোবাইল দুনিয়ায় সকলের পরিচিত নাম ‘Nissan’। আর এই সংস্থার অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি হলো ‘Nisaan Magnite’। এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই ভারতে তারা এই গাড়ির ‘Kuro’ এডিশন আনতে চলেছে। এবার নিশ্চয়ই অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কেমন নাম? আসলে জাপানি ভাষায় ‘Kuro’ শব্দের অর্থ হলো কালো রং।
আগামী মাসেই এই গাড়ির দাম ঘোষণা করবে সংস্থা। এটি মূলত ৫ সিটারের কম্প্যাক্ট গাড়ি, যার দাম শুরু হয় ৬ লক্ষ টাকা থেকে। তবে এর পরবর্তী নতুন এডিশনে বেশ কিছু পরিবর্তন থাকার কারণে সেটির দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গাড়ির প্রি-বুকিং।
সেক্ষেত্রে ১১,০০০ টাকা দিয়ে আপনি এই গাড়ি বুক করতে পারবেন। যদি আমরা এই গাড়ির কিছু পরিবর্তন দেখি তাহলে পুরো গাড়িটি কালো রঙের হতে চলেছে, সাথে ক্রোম ফিনিশও থাকতে পারে। এছাড়া এতে থাকবে ১ লিটারের পেট্রোল ইঞ্জিন। সঙ্গে ৫ স্পীড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স।
সুরক্ষার দিকটি দেখতে গেলে এতে আধুনিক ফিচার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে সেখানে থাকবে অ্যাপেল কার-প্লে ও অ্যান্ড্রয়েড-অটো, ৮ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৩৬০ ডিগ্রী ক্যামেরা ইত্যাদি। উল্লেখযোগ্য, আগামী ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপে’ আইসিসি’র সাথে হাত মিলিয়েছে ‘Nissan’। মনে করা হচ্ছে সেখানেই এই নতুন ভার্সনটি দেখা যেতে পারে।