Spacialনিউজ

Jio plans: জিও-র দুর্দান্ত অফার! এই প্ল্যানগুলি রিচার্জ করলে মিলবে নেটফিলক্সের ফি সাবস্ক্রিপশন

বিনামূল্যে ওটিটি পরিষেবা ও বিপুল ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে জিও! কত টাকা খরচ? জানুন

Advertisement
Advertisement

বর্তমানে ওটিটি চ্যানেলের জনপ্রিয় প্রবল হয়েছে। এই ওটিটি চ্যানেল সাবস্ক্রিপশন করতে গেলে মোটা টাকা খরচ করতে হয়। এদিক থেকে রিলাইয়েন্স জিও গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার এনেছে। জিও তিনটি প্ল্যান (Jio plans) বাজারে এনেছে। যে প্ল্যানগুলি কিনলে বিনামূল্যে নেটফিলক্স থেকে শুরু করে জিও টিভি-র মতো ওটিটি চ্যানেল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। চলুন জিও-র এই দুর্দান্ত ৩টি প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন।

১) জিও-র ৭৮৯ টাকার প্ল্যান

জিও শ্রাবণের ফি সাবস্ক্রিপশন পেতে হলে রিচার্জ করতে হবে জিও-র ৭৮৯ টাকার প্ল্যান (Jio plans)। এর মেয়াদ থাকবে ৮৪ দিন। যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হবে। একই সাথে আনলিমিটেড কলিং পরিষেবা ও দৈনিক ১০০টি করে এসএমএস ও পেয়ে যাবেন। এই প্ল্যানে ৫-জি পরিষেবা উপলব্ধ।

২) জিও-র ১,০৯৯ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানটি (Jio plans) রিচার্জ করলে খরচ হবে মাত্র ১,০৯৯ টাকা। যেখানে প্ল্যানটি ৮৪ দিন বৈধ্য থাকবে। প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি করে ডেটা। থাকবে দৈনিক ১০০ টি এসএমএস ও আনলিমিটেড কলিং পরিষেবা। ৫-জি ব্যবহারকারীরাও ৫জি ডেটা ব্যবহারের সুবিধা পাবে। এছাড়া নেটফিলক্স, জিও টিভি এবং জিও সিনেমার পরিষেবা বিনামূল্যে পাবেন।

৩) জিও-র ১,৪৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে (Jio plans) ১,৪৯৯ টাকা খরচ করে ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। এর সাথে দৈনিক ১০০টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়া নেটফিলক্সের ফি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Related Articles