নিউজরাজ্য

ফের ঘূর্ণিঝড়ের তান্ডব রাজ্যে! আশঙ্কার কথা জানাল মৌসম ভবন

মৌসম ভবন জানাচ্ছে ফের ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা আছে।

Advertisement
Advertisement

এখনও বর্ষা বিদায় নেয়নি রাজ্য থেকে। আর তাই মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলাতে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। যারফলে ভ্যাপসা গরম রয়েছে। অক্টোবরের মাঝেও ফুল স্পিডে পাখা, এসি লাগছে। তবে এইবছর যে শুধু গরমটাই বেশি এমন নয়, গরমের সাথে বেশি মাত্রায় রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। এই এপ্রিল মাস নাগাদ ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছিল বাংলা।

মৌসম ভবন জানাচ্ছে ফের ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা আছে। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আর সেই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে বাংলার উপর। আবহাওয়াবিদরা এই অবস্থাকে বলছে লা নিনা পরিস্থিতি। এই সময়টায় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুব বেশি মাত্রায় থাকে। আর তার সাথেই জাঁকিয়ে শীত পড়ে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাস থেকে শীতকাল শুরু হবে। উল্লেখ্য, এই কদিন আগেই ঘূর্ণিঝড় গতি আছড়ে পড়েছিল মহারাষ্ট্র ও অন্ধ্র উপকূলে। ফের আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহবিদরা।

Related Articles