টেক নিউজনিউজ

বাড়িতে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা, ম্যাজিক দেখাচ্ছে AI, এই পদ্ধতি জানলেই মালামাল হবেন

Advertisement
Advertisement

Artificial Intelligence: অনলাইনে টাকা রোজগার করার জন্য বর্তমানে খুলে গিয়েছে একগুচ্ছ পথ। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব ঘাঁটলে খুব সহজেই চোখে পড়বে। এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহার করেই প্রতি মাসে বাড়ি বসে আয় করা যাবে মোটা অঙ্কের টাকা। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (AI) কাজে লাগিয়েও খুব সহজেই মোটা টাকা রোজগার করা যাবে প্রতিমাসে। কীভাবে? সেটাই জানানো হলো এই প্রতিবেদনে।

Artificial Intelligence-

সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। এই প্রযুক্তিকে ব্যবহার করে নানান রকম কাজকর্ম করছেন আমজনতা। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হচ্ছে নানান ধরনের ছবি কিংবা ভিডিও। তবে অনেকেই যেটা জানেন না সেটা হল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করা সম্ভব। এক্ষেত্রে অবশ্য একটি কথা না বললেই নয়, কেবলমাত্র কিন্তু লগইন করলেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই ধারণা মোটেই ঠিক নয় বরং এআই প্রযুক্তিকে সঠিক কাজে লাগাতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে Artificial Intelligence-কে কাজে লাগিয়ে হবে টাকা উপার্জন।

রাইটিং টুল ব্যবহার-

ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল কনটেন্ট। তবে ভালো কনটেন্ট যদি লিখতে হয় তাহলে কিন্তু করতে হবে নানান রকম গবেষণা। তবে এই কাজ অনেকটাই সহজ করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে একদিকে যেমন সময় বাজবে ঠিক তেমনই উপার্জন হবে টাকা।

কোডিং টুল অ্যাপ ব্যবহার-

অ্যাপ তৈরি করার জন্য রয়েছে একগুচ্ছ ধাপ। ডিজাইন, কোড লেখা, টেস্টিং এবং সবার শেষে অ্যাপ চালু করা। এই কাজ সম্পন্ন করতে গেলে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত করতে হতে পারে অপেক্ষা। কারণ গোটাটাই নির্ভর করছে অ্যাপ কতটা জটিল তার ওপর। তবে এই কাজ কিন্তু অনেকটাই সহজ করে দিতে পারে এআই। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত কাজ হয়ে যাবে সম্পূর্ণ।

পেড বিজ্ঞাপন পরিচালনা-

ডিজিটাল মার্কেটিং কিন্তু ভীষণ জটিল একটি প্রক্রিয়া। এর জন্য যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম, চ্যানেল সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন ঠিক তেমনই সবকিছুকে একসঙ্গে চালানোর মতো দক্ষতা থাকতে হবে। তবে এআই দিয়ে পেড বিজ্ঞাপন যদি পরিচালনা করা যায় তাহলে এই কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেকে অত্যাধিক খাটুনি করার প্রয়োজন পড়বে না।

Related Articles