টেক নিউজনিউজ

মাত্র ৫১ হাজার টাকায় দুর্দান্ত বাইক আনল Bajaj, মাইলেজের রাজা Platina 100 KS

Advertisement
Advertisement

ভারতে সর্ববৃহৎ মোটর সাইকেল কোম্পানি গুলির মধ্যে বাজাজ একটি। বিক্রি ও জনপ্রিয়তার দিক থেকে এটি একটি সুবিশাল ব্যান্ড। আর এর প্রধান কারন বাজারের বাইকগুলির দাম সাধ্যের মতো থাকে। সম্প্রতি বাজাজ বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো সুখবর। এবার দেশের বাজারে লঞ্চ হল বাজাজ platina 100KS. ইতিমধ্যেই বাইকটির কর্মক্ষম ইঞ্জিন এবং আকর্ষণীয় লোক নজর কেড়েছে ক্রেতাদের।

মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে এর দুটি কালার অপশন পাওয়া যাচ্ছে একটি ককটেল ওয়াইন রেড আর অপরটি ইবনি ব্লাক কালার। মোটরসাইকেলের ইঞ্জিনটি 102 CC টু ভালব সিঙ্গল সিলিন্ডারের। এটি 7500 rpm হারে 7.9 Hp পর্যন্ত ও 5500 rpm হারে 8.3 nm টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। এছাড়াও এই এর ইঞ্জিনের সাথে থাকছে ফোর স্পিড গিয়ারবক্স।

ডিজাইন এর দিক থেকেও বেশ আকর্ষণীয় বাইকটি। স্প্রিং অন স্প্রিং নাইট্রক্স সাসপেনশন টিউবলেস টায়ার এর হ্যান্ড কার অন্য মাত্রা যোগ করেছে বাইকে। এছাড়াও এতে কুড়ি শতাংশ দীর্ঘ দীর্ঘ ফ্রন্ট ও রেয়ার সাসপেনশন আছে। এলইডি ডিআরএল হেড ল্যাম্প এবং প্রটেক্টিভ ট্যাংক প্যাড রয়েছে। তবে এই বাইকটির মূল বিশেষত্ব এর নতুন ডিজাইনের ইন্ডিকেটর এবং আয়না।

এতকিছু ফিচারসহ এই বাইকটি দাম শুরু হচ্ছে মাত্র 51667 টাকা থেকে। যা প্লাটিনা ইএস ড্রাম ভেরিয়েন্ট এর থেকেও প্রায় 8 হাজার টাকা কম। বাজাজ অটো এলটিডি এর হেড অফ মার্কেটিং নারায়নসুন্দররমন এই বাইকটি নিয়ে যথেষ্ট আশাবাদী। তার মতে BAJAJ PLATINA 100KS কাঙ্ক্ষিত সাফল্য পাবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles