টেক নিউজনিউজ

Starlink satellite internet: অক্টোবরেই ভারতে লঞ্চ হবে SpaceX-এর স্যাটেলাইট ইন্টারনেট, বিস্তারিত জানুন

স্যাটেলাইট ইন্টারনেটে কম দামে মিলবে দ্রুত গতির ইন্টারনেট

Advertisement
Advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পপতি ও ধনকুবের হলেন ইলন মাস্ক। সারা বিশ্ব জুড়েই তাঁর ব্যবসা ছড়িয়ে রয়েছে। কিছুদিন আগেই ইলন মাস্ক ভারতের তাদের টেসলা কোম্পানির কারখানা খোলার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে ছিল। এরই মাঝে আরো একটি খবর উঠে আসছে। জানা যাচ্ছে, ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা SpaceX ভারতে খুব শীঘ্রই Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা (Starlink satellite internet) চালু করবে।

SpaceX-এর Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা (Starlink satellite internet) বিশ্ব জুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সরসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে গ্রাহকদের। ভারতেও এই পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। সূত্র মারফত খবর, আগামী ১০ই অক্টোবরের মধ্যে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে লঞ্চ করবে SpaceX। ইতিমধ্যে এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে ইলন মাস্কের এই সংস্থা।

২০২২ সালের অক্টোবর মাসে ইলন মাস্কের সংস্থা SpaceX গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট লাইসেন্সের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের কাছেও একটু অনুমোদ চেয়ে আবেদন করেছিল। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে চলতি বছরের অক্টোবরে লাইসেন্স পেয়ে যাবে SpaceX। এরপরই স্যাটেলাইট পরিষেবা (Starlink satellite internet) প্রদান শুরু করবে।

লাইসেন্স পেয়ে গেল ব্রডব্যান্ড পরিষেবা খুব সহজেই শুরু করতে পারবে SpaceX। আর একবার এই পরিষেবা শুরু হয়ে গেলে ভারতের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতিতে মিলবে ইন্টারনেট পরিষেবা (Starlink satellite internet)। স্যাটেলাইটের মাধমে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা হিসাবে তৃতীয় স্থানে নাম লেখাবে SpaceX। এর মধ্যে দিয়ে ভারতের মানুষ আরো দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। এই পরিষেবা একবার শুরু হলে মুকেশ আম্বানির সঙ্গে জোর কদম টেক্কা দেবে ইলন মাস্ক।

Related Articles