খেলা

টিম ইন্ডিয়া থেকে অবসর নিতে চলেছে এই ৫ জনপ্রিয় প্লেয়ার, দ্বিতীয় ও চতুর্থ নাম চমকে দেবে

Advertisement
Advertisement

World cup 2023: টানা 10টা ম্যাচে দুর্দান্ত খেলার পর 150 কোটি ভারতবাসী স্বপ্ন দেখেছিলেন বিশ্বকাপ (World cup 2023) হাতে পাওয়ার। কিন্তু শত চেষ্টা করেও 12 বছরের প্রতিশোধ নিতে সক্ষম হলো না ভারতীয় ক্রিকেট দল। তবুও আমরা কুর্নিশ জানাই তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য। তবে 2023 এর বিশ্বকাপের পরে পরে শোনা যাচ্ছে যে পাঁচজন ভারতীয় ক্রিকেটের নাকি খুব শীঘ্রই খেলার জগত থেকে অবসর নিতে চলেছেন। তারা কারা জেনে নেওয়া আজকের প্রতিবেদন থেকে।

World cup 2023

রোহিত শর্মা (Rohit Sharma)

রোহিত শর্মা 125.95 এর চমকপ্রদ স্ট্রাইক রেটে 597 রান সংগ্রহ করে সামনে থেকে ভারতকে নেতৃত্ব দেন। যাইহোক, দলটি ফাইনালে হেরে যাওয়ায়, রোহিত শীঘ্রই ওডিআই (ODI) অধিনায়কত্ব (Captency) ছেড়ে দিতে পারেন। তার বর্তমান বয়স 36 বছর, এবং তাকে চার বছর পর বিশ্বকাপ খেলতে দেখা যাবে না বলেই শোনা যাচ্ছে। তাই, তিনি শীঘ্রই ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলে আমাদের অবাক হওয়ার কিছু নেই।

World cup 2023

বিরাট কোহলি (Virat Kohli)

যদিও তিনি পুরোপুরি ফিট, কিন্তু 2023 এর বিশ্বকাপ ফাইনালে ভারতের হার বিরাট কোহলির জন্য ভীষণই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। একের পর এক শত রান করা থেকে শুরু করে ফিল্ডার (Fielder) হিসেবে তার অবদান অসামান্য। ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে কোনো কসরত রাখেননি তিনি। তিনি অবসর নিলেও এটা অনুমান করা হচ্ছে যে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত হয়তো তিনি খেলা চালিয়ে যাবেন।

World cup 2023

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)

ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা 2023 বিশ্বকাপে একজন অবিশ্বাস্য অলরাউন্ড (All rounder) ছিলেন। টুর্নামেন্টে 120 রান করেছেন এবং 16 উইকেট নিয়েছেন। তার বয়স প্রায় 35। আপাতত তিনি টেস্ট ম্যাচ (Test match) খেলা চালিয়ে যাবেন, তবে খুব শীঘ্রই খেলা থেকে অবসর নেবেন বলে জানা যাচ্ছে।

World cup 2023

মহম্মদ শামি (Mohammed Shami)

প্রবীণ ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামির এটি স্মরণীয় বিশ্বকাপ ছিল, 11.72 এর অবিশ্বাস্য স্ট্রাইক রেটে 25 উইকেট নিয়েছিলেন। যদিও শামি তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়েও ভারতের জন্য বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারেননি, যা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি ইতিমধ্যে 33 বছর বয়সী, আমরা মনে করি না যে তিনি ওয়ানডে ক্রিকেট খেলবেন। তবে শোনা যাচ্ছে শামি শীঘ্রই তার ওডিআই অবসর ঘোষণা করবেন।

World cup 2023

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)

ভারতের সেরা অফ-স্পিনার হিসাবে বিবেচিত, রবিচন্দ্রন অশ্বিন 2023 বিশ্বকাপে যথেষ্ট ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছিলেন। তার বয়স দেখে আমরা মনে করি না তাকে আর ওয়ানডেতে (One-day match) বিবেচনা করা হবে। সুতরাং, এই কিংবদন্তি বোলার 50-ওভারের ফর্ম্যাট থেকে বিদায় নিতে এবং টেস্টে ফোকাস করতে পারেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles