খেলানিউজ

Greg Chappell: চ্যাপেল-সৌরভ বিবাদ অতীত! আর্থিক সমস্যায় ভুগছেন গ্রেগ চ্যাপেল

ভিখারির অবস্থা চ্যাপেলের, আর্থিক সাহায্য করতে এগিয়ে এলো বন্ধুরা!

Advertisement
Advertisement

বিশ্বের অন্যতম মহান ক্রিকেট তারকা হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। একসময় তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন। আর এই তারকার প্রসঙ্গ উঠলেন মনে পড়ে যায় বাংলার মহারাজ তথা সৌরভ গাঙ্গুলির সঙ্গে তাঁর বিবাদের কথা। যার জেরে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে আজ এই ক্রিকেট তারকার করুণ অবস্থা। আর্থিক সংকটে ভুগছেন গ্রেগ চ্যাপেল।

ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির হাত ধরে ভারতীয় দলের কোচ হয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি সৌরভ ও শচীনদের কোচ ছিলেন। এই সময়কে ভারতীয় ক্রিকেটের গ্রেগ জামানাও বলা হয়ে থাকে। গ্রেগ (Greg Chappell) ভারতীয় দলে কোচ হওয়ার পরেই সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ দেন। সে বছর ওডিআই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ যায় ভারত। এরপরই গ্রেগ চ্যাপেলকেও কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আজও মাঝে মধ্যেই গ্রেগ ও সৌরভ গাঙ্গুলির এই বিবাদ আলোচনার কেন্দ্রে উঠে আসে।

বর্তমানে গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) বয়স ৭৫ বছর। আর এই বয়সে খুব একটা ভালো দিন কাটাচ্ছেন না এই তারকার। সম্প্রতি এক সাংবাদ মাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আর্থিক ভাবে আমি সমস্যায় আছি। এখনও গরিব হয়ে যাইনি আমি। তবে আরামের জীবনও কিন্তু কাটাতে পারছি না। আসলে সকলেই ভাবেন, আমরা ক্রিকেটার বলে হয়তো বিলাসবহুল জীবনযাপন করি। তবে সেটা সব সময় হয় না। আসলে এখনকার দিনের ক্রিকেটারেরা যে সকল সুযোগ-সুবিধা পায়, সেটা তো আর আমরা পাইনি।’

গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) এই করুণ অবস্থায় এগিয়ে এসেছেন তাঁর বন্ধুবান্ধবরা। শুধু তিনি নয়, তাঁর সমসাময়িক অনেক ক্রিকেটারই আর্থিক দিক থেকে খুব একটা ভালো নেই। তাই কিছুদিন আগে এই সমস্ত ক্রিকেটারদের জন্য আর্থিক সংস্থানের আর্জি জানিয়েছিলেন তিনি। এরপরই গ্রেগকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁর বন্ধুরা। গত সপ্তাহে GoFundMe নামক একটি পেজ শুরু করে আর্থিক ভাবে সাহায্য চাওয়া হচ্ছে। এই পেজে গিয়ে যে কেউ কিংবদন্তি গ্রেগ চ্যাপেলকে আর্থিক সাহায্য করতে পারেন।

Related Articles