অফবিটনিউজ

Fortune telling trick: নবরাত্রির কয়েকদিন এই নিয়মগুলি মেনে চললে ভাগ্য খুলে যাবে, কী কী নিয়ম জেনে নিন

মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত এ কাজগুলি ভুলেও করবেন না

Advertisement
Advertisement

দেবীপক্ষের সূচনা হয় মহালয়া থেকে, আর এটি শেষ হয় দশমীতে গিয়ে। বেবি পক্ষের এই ন’দিন ধরে চলে নবরাত্রি উৎসব। আর নবরাত্রির (Fortune telling trick) শেষ ৫ দিন হয় দুর্গাপুজো। এ সময় দেবী দুর্গা স্বর্গ থেকে বাপের বাড়ি আসেন। এই সময়টা মর্তবাসীর জন্য খুবই শুভ সময়। এ সময় কিছু নিয়ম মেনে চললে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। আবার এমন কিছু জিনিস রয়েছে, যা করলে দেবী রুষ্ঠ হন। আজকের প্রতিবেদনে জানাবো মহালয়া থেকে দশ মিনিট পর্যন্ত কী করলে দেবীর আশীর্বাদ পাওয়া যাবে।

১) চুল কাটা যাবে না

শাস্ত্র অনুসারে, দেবী পক্ষের সময় চুল ও নখের যত্ন নেওয়া উচিত। কোনো ভাবে চুল বা নখ এই সময় কাটবেন না। অনেকেই এই ভুল করে থাকেন। চুল বা নখ যদি কাটার হয় তবে দেবীপক্ষ শুরু হওয়ার আগেই সেই কাজ মিটিয়ে ফেলুন। যদি এমনটা করেন জীবনে বিপর্যয় (Fortune telling trick) নেমে আসবে।

২) নিরামিষ খাবার খাওয়া উচিত

দেবীপক্ষের নয় দিন দেবী দুর্গার নয় দিন দেবী দুর্গার নয়টি রূপকে উৎসর্গ করা হয়। এই কয়েকদিন বাংলায় জমজমাটি ভাবে দুর্গা পুজো পালিত হয়। আর এ সময় মা দুর্গার আশীর্বাদ পেতে গেলে পুজোর পাশাপাশি কয়েকদিন নিরামিষ আহার ভোজন করা উচিত (Fortune telling trick)। রসুন বা পেঁয়াজ একেবারে খাওয়া যাবে না। এতে করে ঘরে অশুভ শক্তি প্রবেশ করবে।

৩) চামড়ার জিনিস ব্যবহার করা উচিত নয়

মহালয়ার দিন টাকে বিজয়া দশমী পর্যন্ত কোন প্রকার চামড়ার জিনিস ব্যবহার করা উচিত নয়। এতে করে মা উমা খুবই রুষ্ঠ হন এবং ব্যক্তির জীবনে ঘোর অমাবস্যা নেমে আসে। তাই এসময় পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ বা জুতো ইত্যাদি ব্যবহার না করাই ভালো।

৪) লেবু ব্যবহার করা উচিত নয়

শাস্ত্র মতে দেবীপক্ষের সূচনার দিন থেকে লেবু ব্যবহার করা উচিত নয়। শাস্ত্রে লেবুকে অশুভ হিসাবে চিহ্নিত করা হয়েছেন অন্যদিকে লেবু কাটা বলি দানের সমান। তাই নবরাত্রির কয়েকদিন লেবু ব্যবহার থেকে বিরত (Fortune telling trick) থাকাই ভালো।

Related Articles