অফবিটনিউজ

Job Interview Questions: বলুন তো কোন জিনিস টানলে ছোট হয়? একমাত্র জিনিয়াস হলেই উত্তর দিতে পারবেন

চাকরির পরীক্ষায় সফল হতে চাইলে এই প্রশ্নের উত্তরগুলি জেনে রাখা দরকার!

Advertisement
Advertisement

আজ এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যা না জানলে চাকরির পরীক্ষায় ফেল করতে পারেন। বহু ইন্টারভিউয়ে (Job Interview Questions) এই প্রশ্ন করা হয়েছে। তাই আপনি যদি একজন চাকরি পরীক্ষার্থী হন কিংবা কোনো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেন, তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি।

প্রশ্ন ১) কোন দেশে বিড়ালকে ঈশ্বর হিসাবে পূজা করা হয় (Job Interview Questions)?
উত্তর- মিশরের মানুষজন বিড়ালকে ঈশ্বর হিসাবে পূজা করে থাকেন।

প্রশ্ন ২) ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে?
উত্তর- ১লা জুলাই, চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই দিনটি জাতীয় ডাক্তার দিসব হিসাবে পালন করা হয়।

প্রশ্ন ৩) বিশ্বের বৃহত্তম স্কুল কোথায় অবস্থিত?
উত্তর- সিটি মন্টেসরি স্কুল, ভারতের লখনৌ শহরে অবস্থিত (Job Interview Questions)।

প্রশ্ন ৪) মাত্র ৪০ মিনিট রাত থাকে কোন দেশে?
উত্তর- নরওয়ে দেশটিতে রাত মাত্র ৪০ মিনিটের হয়।

প্রশ্ন ৫) কোন জিনিস পান করার সঙ্গে সঙ্গেই মারা যায়?
উত্তর- তৃষ্ণা, যা জল পান করার সঙ্গে সঙ্গে মিটে যায়।

প্রশ্ন ৬) কোন দেশের জাতীয় খাবর খিচুড়ি?
উত্তর- আমাদের দেশ তথা ভারতের জাতীয় খাবার খিচুড়ি।

প্রশ্ন ৭) কোন দেশের মানুষ খাবারে অলিভ অয়েল বেশি ব্যবহার করে থাকে?
উত্তর- রাশিয়ার মানুষজন খাবার তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করে থাকে।

প্রশ্ন ৮) কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে থাকে?
উত্তর- চাতক পাখি বৃষ্টির জল পান করে।

প্রশ্ন ৯) কোন জিনিস টানলে ছোট হয়?
উত্তর- সিগারেট বা বিড়ি*, যত টানবেন ছোট হবে।

প্রশ্ন ১০) কোন জিনিস মেয়েরা মুখে দেয় এবং শরীরের বিশেষ অঙ্গে লাগায়?
উত্তর- লবঙ্গ, যা মেয়েরা গহনা হিসাবেও পড়ে এবং মুখে নিয়েও খায় (Job Interview Questions)।

*আমাদের ওয়েবসাইট কখনো ধূমপানের মত ক্ষতিকারক নেশাকে প্রশ্রয় দেয় না।

Related Articles