অফবিট

সমুদ্রের গভীরে দেখা মিলল মানুষের পুরুষাঙ্গের মতো বিস্ময়কর এক প্রাণী, মুহূর্তে ভাইরাল ছবি

Advertisement
Advertisement

পৃথিবী এক রহস্যের নাম রূপকথার নাম‌। আর মহাবিশ্বের মত সমুদ্রের নিচে যে জগৎ তা যেন আরেক রহস্যময় গল্প। আমাদের চোখের সামনে যে টুকু ধরা দেয় সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্য তার কয়েশ গুন বেশী। এই সমুদ্রের তলদেশে গভীর গহনে কি রয়েছে তা আজো বিস্ময় সকলের কাছে। সমুদ্র এর তলদেশ যেন আশ্চর্য এক জগৎ যা বিচিত্র প্রানীদের আবাসভূমি। এর সবটুকু এখনো বিজ্ঞানীদের আয়ত্তে আসেনি তাই যখন কিছু দুর্লভ জীবের দেখা মেলে তা শিহরন জাগায় আমাদের মনে‌।

সমুদ্রের তলদেশকে ঘিরে পরীক্ষামূলক অভিযান চলে প্রায়শই। সম্প্রতি এরকমই এক মহিলা ডাইভার জোসি জোন্স অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাই ফ্রন্ট সৈকত সংলগ্ন সমুদ্রের তলদেশে দেখা পেয়েছেন এক অদ্ভুত দর্শনধারী প্রাণীর। চলতি ভাষায় যার নাম পেনিস ফিস। আর এইরকম নামকরন এর কারন প্রানীটির গঠন। ঠিক মানবদেহের পুরুষাঙ্গের মতই দেখতে প্রানীটি।

গত 10 বছর ধরে সৈকত পরিষ্কার করে আসছেন জোসি। সমুদ্রের নিচে গিয়ে সমুদ্রগর্ভ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ তার। তার এই কাজের ফলে জলের বাসিন্দারাও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বাচতে পারে। কাজের জন্য জলের তলায় পরিবেশের হিসাব রাখতে হয় তাকে আর এবার সেই কাজ করতে গিয়েই এই পেনিস ফিসের সন্ধান পেয়েছেন তিনি।

চলতি ভাষায় সমুদ্রের এই বাসিন্দাকে পেনিস ফিস বললেও এর বৈজ্ঞানিক নাম প্রায়াপুলিডা। সাধারনত মাটির তলায় গর্ত খুঁড়ে গভীরে চলে যায় এরা কিন্তু মনে করা হচ্ছে সম্প্রতি ঝড়ের ধাক্কাতে বাসা থেকে বেরিয়ে এসেছে এই জীব। জোসির যে ছবিগুলি তুলে এনেছেন সেখানেই পেনিস ফিসের স্পষ্ট রূপ ধরা পড়লো যা এখন ভাইরাল।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles