অফবিটনিউজ

Kodurupaka village: এই গ্রামটিতে কখনো সন্ধ্যা নামেনা, কারণ জানলে অবাক হবেন আপনিও

কখনো সন্ধ্যা হয়না ভারতের এই গ্রামে, কোথায় রয়েছে এই গ্রামটি?

Advertisement
Advertisement

ভোর থেকে সকাল তারপর দুপুর তারপর সূর্য ডুবে সন্ধ্যা, তারপর রাত্রি-এভাবেই সাধারণত দিন থেকে রাতের পর্যায়ক্রম ঘটে। তবে প্রকৃতির এমন লীলা খেলা রয়েছে, যা আপনাকে অবাক করবে। আজ এমন একটি গ্রামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে গ্রামে কখনোই সন্ধ্যা নামেনা। অবাক লাগছে? তবে এটা সত্য! এই গ্রাম রয়েছে আমাদের ভারতেই। গ্রামের নাম কদরুপকা গ্রাম (Kodurupaka village)। যে গ্রামে আজ পর্যন্ত কখনো সন্ধ্যা নামেনি। এর পিছনে থাকা কারণ জানলে আপনি অবাক হবেন।

আজ কথা বলছি, দক্ষিণ ভারতে অবস্থিত একটি ছোট্ট গ্রামকে নিয়ে। যে গ্রামে কখনোই সন্ধ্যা নামেনা। এই গ্রামের নাম কদরুপকা গ্রাম (Kodurupaka village)। এই গ্রামটি রয়েছে তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলায়। এই গ্রামের বিশেষত্ব হলো, এখানে ২৪ ঘন্টায় কেবল সকাল, দুপুর হয়, তারপর সরাসরি হয় রাত। কিন্তু সন্ধ্যা এখানে নামেনা। এক সময় এই গ্রামটি নিজমদের শাসনাধীন ছিল। সে সময় নিজমদের প্রিয় জায়গা ছিল এই গ্রামটি।

তেলেঙ্গানার এই গ্রামে সারা বছরই পর্যটকদের ভিড় জমে। এ গ্রামে কিছুটা সময় কাটাতে দেশ-বিদেশ থেকে ছুটে আসে পর্যটকেরা। প্রতিদিন এখানে সূর্য ওঠে দেরিতে এবং সূর্যের অস্ত ডুবে খুবই তাড়াতাড়ি। পাহাড়ে ঘেরা কদরুপকা গ্রামে (Kodurupaka village) গেলে মন ভরে যাবে। কেননা গ্রামটির পূর্ব দিকে রয়েছে গোলা গুট্টা, পশ্চিমে রয়েছে রঙ্গনায়াকূলা গুট্টা, দক্ষিণে রয়েছে পামুবান্দা গুট্টা এবং উত্তরে রয়েছে নাম্বুলদ্রী স্বামী গুট্টা পাহাড়। যে কারণে সূর্য ওঠা এবং সূর্যের অস্ত যাওয়া খুব একটা দেখা যায় না।

কদরুপকা গ্রামের (Kodurupaka village) বিশেষত্ব হলো এখানে প্রতিদিন সূর্য ওঠে প্রায় ১ ঘন্টা দেরিতে। এই গ্রামটির চারিদিকে রয়েছে পাহাড় আর পাহাড়। রয়েছে সবুজের সমাহার। এখানকার বাতাস মনোরম। কখনো সময় পেলে পরিবার নিয়ে একবার ঘুরে আসতে পারেন তেলেঙ্গানার এই ছোট্ট গ্রাম কদরুপকাতে।

Related Articles