অর্থনীতিটেক নিউজনিউজ

হোয়াটসঅ্যাপে এই কাজটা করলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, সতর্ক বার্তা স্টেট ব্যাংকের

Advertisement
Advertisement

সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান আমাদের অনেক কিছু উপহার দিয়েছে যা জীবনকে করে তুলেছে সহজ থেকে সহজতর। ধীরে ধীরে প্রযুক্তিগত উন্নতি ঘটছে, যার দরুন জীবন আধুনিক হয়ে উঠছে। কিন্তু পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষের সাথে দেশে সাইবার অপরাধ বাড়ছে। এতদিন কর্মী পরিচয়ে ফোন করে ব্যাঙ্ক এর নাম করে জালিয়াতি চলত। বর্তমানে নয়া পথের মাধ্যমে প্রতারকরা জালিয়াতি শুরু করেছে।

এখন প্রতি মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে একটি মাত্র ভুল করলেই সাইবার অপরাধীরা আপনার অ্যাকাউন্টের নাগাল পেয়ে যেতে পারে। সম্প্রতি এই নিয়েই গ্রাহকদের সতর্ক করেছে এসবিআই। এস বি আই এর তরফে জানানো হয়েছে বর্তমানে সাইবার অপরাধীরা গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কে নিশানা করছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গিয়ে একটু ভুল করলেই আপনি সর্বস্বান্ত হয়ে যেতে পারেন।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে ব্যাংক জালিয়াতরা কাজ করে তা পয়েন্ট করে বুঝিয়ে দিয়েছেন এসবিআই।

1) এই সাইবার প্রতারনার প্রথম ধাপ আপনাকে এরা হোয়াটসঅ্যাপে ফোন করবে নয়তো কোন মেসেজ পাঠাবে।
2) সেই মেসেজে জানানো হতে পারে আপনি লটারি জিতেছেন। এরপর একটি নম্বর দিয়ে বলা হবে এসবিআই এর এই নম্বরে যোগাযোগ করুন।

এসবিআই তরফে জানিয়ে দেয়া হয়েছে এসবিআই কখনো এই ধরনের মেসেজ ইমেইল ফোন করে আপনার অ্যাকাউন্টের তথ্য জানতে চাইবে না। তাই এরকম প্রলোভনের ফাঁদে পা দেওয়ার আগে যাচাই করুন, সতর্ক হন। আপনার একটা ভুল পদক্ষেপ আপনাকে সর্বস্বান্ত করে দিতে পারে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles