রাজ্য

আজ থেকে ১৫ দিন তালা বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন তালিকা

Advertisement
Advertisement

Diwali Bank Holiday List 2023: শুরু হয়ে গেছে দীপাবলির উৎসব। গত ১০ তারিখ ধনতেরাসের মাধ্যমে এই উৎসবের আনন্দে মেতে উঠেছে দেশবাসী। আজ রবিবার অর্থাৎ ১২ ই নভেম্বর। আজ শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে সমগ্র বাঙালি জাতি। উৎসবের মরশুমে একের পরের ছুটি লেগেই গেছে। এই উৎসবের কারণে এ মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে এই নিয়ে ব্যাংক গ্রাহকদের মনে দোটানা সৃষ্টি হয়েছে যে একটানা ব্যাংক ছুটি থাকবে নাকি নির্দিষ্ট কয়েকটি দিন।

November Holiday

উৎসব উপলক্ষে একটানা যদি ছুটি থাকে তবে স্বাভাবিক ভাবেই গ্রাহকদের গুরুত্বপূর্ন কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই সমস্যায় পড়তে না চাইলে জেনে নিন ব্যাংকের ছুটির তালিকা। তবে এবিষয়ে একেবারে নিশ্চিত থাকুন যে একটানা ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে না। বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী ছুটির তালিকা নিচে দেওয়া হলো।

নং

তারিখ

ছুটির দিন

১.

১ নভেম্বরএই দিনটি কন্নড়দের করভা চৌথ উৎসব
২. ৫ নভেম্বর

রবিবার

৩. 

১০ নভেম্বরমেঘালয় রাজ্যের ওয়ানগালা উৎসব
৪. ১১ নভেম্বর

মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

৫. 

১২ নভেম্বররবিবার
৬. ১৩ নভেম্বর

দীপাবলি (Diwali) এবং গোবর্ধন পূজা

৭. 

১৪ নভেম্বর

বালি প্রতিপদ হওয়ার কারণে এই দিন গুজরাট, কর্ণাটক, সিকিম এবং মহারাষ্ট্রের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

৮. 

১৫ নভেম্বরভাইফোঁটা
৯. ১৯ নভেম্বর

রবিবার

১০. 

২০ নভেম্বরছট পুজো
১১. ২৩ নভেম্বর

সেং কুটস্নেম এবং ইগাস বাগওয়াল উৎসবের কারণে এদিন উত্তরাখণ্ড ও সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

১২. 

২৫ নভেম্বরদিনটি চতুর্থ শনিবার হওয়ায় ছুটি থাকবে
১৩. ২৬ নভেম্বর

রবিবার

১৪. 

২৭ নভেম্বরগুরু নানক জয়ন্তী এবং কার্তিক পূর্ণিমা
১৫. ৩০ নভেম্বর

কর্নাটকে কনকদাস জয়ন্তী উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে

 

অর্থাৎ আগামী নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা বেশ দীর্ঘ। তাই হাতের দরকারি কাজ গুলি ফেলে না রেখে অবশ্যই তা আগে থেকে সেরে ফেলুন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles