দেশনিউজ

Subsidy on LPG Cylinder: গ্যাসের দামে ৫০০ টাকা ভর্তুকি! ঘোষণা করলেন যে রাজ্যের সরকার

৩০০ নয়, এলপিজি সিলিন্ডার পিছু ৫০০ টাকা ভর্তুকি দেবে সরকার, কারা পাবেন?

Advertisement
Advertisement

প্রতিটি ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে গ্যাস হলো অন্যতম। সেই গ্যাসের দাম নিয়ে এর আগে সুখবর দিয়েছিল কেন্দ্র সরকার। প্রথমে ২০০ তারপর আরো ১০০ টাকা অতিরিক্ত ছাড়ের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এর পাশাপাশি লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দামের উপর অনেকটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্ত এরই মধ্যে আরো এক খুশির খবর। ৩০০ নয় বরং গ্যাসের দামের (Subsidy on LPG Cylinder) উপর পাওয়া যাবে ৫০০ টাকার ছাড়।

আগস্ট মাস পর্যন্ত কলকাতাতে এলপিজি সিলন্ডারের (Subsidy on LPG Cylinder) মূল্য ছিল ১ হাজার ১২৯ টাকা। উক্ত মাসের শেষে কেন্দ্র রান্নার গ্যাসের উপর ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে। তারপর ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম হয় ৯২৯ টাকা। অন্যদিকে উজ্জ্বল যোজনাভুক্ত মানুষ মাত্র ৭২৯ টাকার বিনিময়ে পাচ্ছিলেন ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার।

তবে সেপ্টেম্বরের পর অক্টোবর মাসে উজ্জ্বলা যোজনাভুক্ত মানুষদের মুখে আরো হাসি ফোটে। কারণ কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনাভুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের (Subsidy on LPG Cylinder) উপর আরো ১০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে। উৎসবের মরশুমে সরকারের এমন উপহারে খুশি হয়েছিলেন মানুষ। বর্তমানে উজ্জ্বলা যোজনার মাধ্যমে ৩০০ টাকার ছাড়ে মাত্র ৬২৯ টাকায় মিলছে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার।

আর এরই মাঝে বড় সড় ঘোষণা করে বসলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি ছত্তিশগড়ে ভোট প্রচারে গিয়ে মহতারি ন্যায় যোজনা চালু করার প্রতিশ্রুতি দেন। তিনজ ঘোষণা করেন তাঁদের সরকার অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় ফিরলে এই যজোনার অধীনে এলপিজি সিলিন্ডারের (Subsidy on LPG Cylinder) উপর ৫০০ টাকা করে ভর্তুকি দেবে তাঁদের সরকার। এই ঘোষণার পরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল জানান মহিলা উপভোক্তাদের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে ৫০০ টাকা।

Related Articles