দেশনিউজ

৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল একাধিক ট্রেন, দেখে নিন পরিবর্তিত সময়সূচী

Advertisement
Advertisement

ভারতীয় রেল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাতিল করলো একাধিক ট্রেন। দেশের একাধিক জায়গায় কুয়াশার জন্য ট্রেন বাতিল তো করা হয়েইছে, বদলানো হয়েছে রেলের সময় সূচীও। দেখে নিন সেই সূচী কোথাও যাত্রা বা যাত্রার পরিকল্পনা করার পূর্বে।

উত্তর পূর্ব রেলের CPRO পঙ্কজ কুমার বিশ্বাস এই মর্মে জানিয়েছেন ১৬ ই ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারি পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এর মধ্যে গোরক্ষপুর-আনন্দ বিহার টার্মিনাস (ট্রেন সংখ্যা ০২৫৭১) ১৬ ডিসেম্বর, ২০,২৩,২৭ ও ৩০ জানুয়ারি ৩,৬,১০,১৩,১৭,২০,২৪, ২৭ ও ৩১ এর মধ্যে সমস্ত বুধবার ও রবিবার বাতিল থাকবে ৷

অন্যদিকে আনন্দ বিহার টার্মিনাস-গোরক্ষপুর (ট্রেন সংখ্যা ০২৫৭২) ১৭,২১,২৪,২৮,৩১ ডিসেম্বর ও ৪,৭,১১,১৪,১৮,২১,২৫ ও ২৮ জানুয়ারির মধ্যে সমস্ত রবিবার ও বৃহস্পতিবার বাতিল থাকবে ট্রেন ৷কুয়াশার জন্য একাধিক ট্রেন বাতিলের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল ৷

এর মধ্যে গোরক্ষপুর-কানপুর আনওয়ারগঞ্জ ট্রেনটি (ট্রেন নম্বর ০৫০০৪) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ রামবাগ থেকে কানপুর আনওয়ারগঞ্জের মধ্যে এবং কানপুর আনওয়ারগঞ্জ-গোরক্ষপুর ট্রেনটি (ট্রেন নম্বর ০৫০০৩) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কানপুর আনওয়ারগঞ্জ-প্রয়াগরাজ রামবাগের মধ্যে বাতিল থাকবে। এছাড়াও কিষাণ মোর্চার তরফ থেকে রেল অবরোধের সিদ্ধান্ত জানানোর জন্যও বাতিল থাকবে কিছু ট্রেন।

Related Articles