দেশনিউজ
Trending

করোনাকে সঙ্গে নিয়ে সচল হচ্ছে ভারত, আগামী মাস থেকে নতুন নিয়মে চলবে দেশ

Advertisement
Advertisement

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪। আর এই পর্যায়ে কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ছাড় দেবে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে সেইসব প্রশ্নের অবসান ঘটল আজ। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আনলক ৪-র গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে কি কি ক্ষেত্রে ছাড় মিলবে আর কোন কোন পরিষেবা বন্ধ থাকবে, সমস্ত কিছুই জানানো হয়েছে। তবে কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে।

এবার দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়?

১) এবার আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহনের ক্ষেত্রে কোনো নিষেধ থাকছে না। মানুষজনের যাতায়াতের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ থাকছে না। এমনকি কোনো বিশেষ পাস ও লাগবে না।

২) আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে চালু হবে মেট্রো পরিষেবা।

৩) সামাজিক, শিক্ষাকেন্দ্রিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিনোদনের ক্ষেত্রে এবং ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠানে ২১ সেপ্টেম্বর থেকে ১০০ জন করে জমায়েত হতে পারবেন।

#Unlock4 Social/academic/sports/entertainment/cultural/religious/ political functions & other congregations will be permitted with a ceiling of 100 persons, from Sept 21: Govt of India https://t.co/TB1aevteYu

— ANI (@ANI) August 29, 2020

৪) কনটেনমেন্ট জোন ছাড়া সব জায়গাতেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের উপর বিশেষ নজর রাখতে হবে। অভিভাবকরা আদৌ স্কুলে পাঠাতে রাজি কিনা সেই সংক্রান্ত লিখিত নথি জমা দিতে হবে।

#UNLOCK4 All activities, except the following, shall be permitted outside containment zones: (i) Cinema halls, swimming pools, entertainment parks, theatres (excluding open-air theatre) and similar places. (ii) International air travel of passengers, except as permitted by MHA. https://t.co/029QQHOnNx

— ANI (@ANI) August 29, 2020

৫) এছাড়া ২১ সেপ্টেম্বর থেকে ওপেন এয়ার থিয়েটার খুলবে।

কি কি বন্ধ থাকছে?

১) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

২) সিনেমা হল. সুইমিং পুল, পার্ক, থিয়েটার বন্ধ থাকবে।

৩) স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন ছাড়া কোনো আন্তর্জাতিক বিমান চলবে না।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles