কলকাতানিউজরাজ্য

অবশেষে খুলছে শহরের পানশালাগুলি, করোনা আবহে মানতে হবে একাধিক নিয়মকানুন

করোনা আবহে একেবারে বদলে যাচ্ছে পানশালার পরিবেশ। পানশালাতে প্রবেশের আগে অবশ্যই এই নিয়মকানুনগুলো জেনে নিতে হবে। 

Advertisement
Advertisement

করোনা সংক্রমণের জেরে দীর্ঘ ৫ মাসের বেশিদিন বন্ধ ছিল শহরের পানশালাগুলি। আজ অর্থাৎ মঙ্গলবার আবার খুলছে শহরের পানশালাগুলি। তবে এখন আর আগের মত পরিবেশ থাকবে না। করোনা আবহে একেবারে বদলে যাচ্ছে পানশালার পরিবেশ। পানশালাতে প্রবেশের আগে অবশ্যই এই নিয়মকানুনগুলো জেনে নিতে হবে।

কি কি পরিবর্তন আনা হচ্ছে? জেনে নিন বিস্তারিত-

১) এবার থেকে বার বা রেস্টুরেন্টে ঢোকার আগে প্রত্যেকের শরীরের তাপমাত্রা থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে। তাপমাত্রা ঠিক থাকলে তবেই ভিতরে প্রবেশের অনুমতি মিলবে।

২) প্রত্যেককে ভিতরে প্রবেশের আগে হাত স্যানিটেজ করতে হবে।

৩) করোনার সংক্রমণ রুখতে বিশেষ জোর দেওয়া হচ্ছে সামাজিক দুরত্বতার দিকে। এক টেবিল থেকে আরেক টেবিলে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হচ্ছে।

৪) প্রত্যেকের মেনুকার্ডে বার কোড থাকছে। সেই বার কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহকরা খাবার অর্ডার করতে পারবেন। মদ অর্ডারের ক্ষেত্রেও সেই একই নিয়ম থাকছে। মদের বোতল, গ্লাস সব সানিটাইজ করার পরই পরিবেশন করা হবে।

৫) কোনও স্ন্যাক্স অর্ডার করলে সেই স্ন্যাক্সও প্যাকেটে করে দেওয়া হবে।

৬) এছাড়া বিল মেটানোর জন্য ফোন পে, গুগল পে- এই ধরণের ক্যাশলেস লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে।

৭) প্লেট, কাপ, গ্লাস সবই সানিটাইজ করে তারপর দেওয়া হবে।

৮) খাবার উচ্ছিষ্ট হলে, তা নির্দিষ্ট ডিসপোজেবল প্যাকেটে ফেলে দেওয়া হবে।

Related Articles