নিউজবাজারদর

পড়ল সোনার দাম, জেনে নিন গ্রাম প্রতি কত হল নতুন দাম

Advertisement
Advertisement

বিয়েতে এক গা সোনার গয়নায় সাজে অপরূপা হতে কোন মেয়ে না চায় এবং বাবা-মাও চায় বিয়েতে তাঁদের স্নেহের কন্যা বা পুত্রবধূকে কিন্তু সোনার গয়নায় মুড়ে দিতে। কিন্তু সোনার দাম ক্রমশ ঊর্ধ্বমুখী এবং এই নিয়ে মধ্যবিত্তের চিন্তার পারদ বাড়ছে দিনকে দিন।

ভরা বিয়ের মৌসুম চলছে, এর মধ্যে সোনার দামের একটু হলেও গ্রাফ নামলো। একটু হলেও যা স্বস্তি দিল মধ্যবিত্তকে। কিছুটা হলেও সোনার দাম এখন তাঁদের আয়ত্তের মধ্যে। অল্প হলেও সোনার গয়না কিনতে পারবে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও সহজেই তাঁদের পছন্দমতো সোনার গয়না কিনতে পারবেন। দেখে নেওয়া যাক সোনার দাম কতটা কমলো।

২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম কমে দাঁড়ালো ৪,৭১৪ টাকা (গ্রামপ্রতি দাম কমেছে ১ টাকা), ৮ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৩৭,৭১২ টাকা (দাম কমেছে ৮ টাকা), ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো ৪৭,১৪০ টাকা (দাম হ্রাস পেয়েছে ১০ টাকা), এবং ১০০ গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো ৪,৭১,৪০০ টাকা (দাম কমেছে ১০০ টাকা)৷

২৪ ক্যারাট সোনার দামও কমলো বেশ খানিকটাই৷ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমে দাঁড়ালো ৪,৯৮৪ টাকা (গ্রামপ্রতি দাম কমলো ১ টাকা), ৮ গ্রাম সোনার দাম কমে হলো ৩৯,৮৬৪ টাকা (৮ টাকা দাম কমলো), ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমে দাঁড়ালো ৪৯,৮৩০ টাকা (দাম কমলো ১০ টাকা), এবং ১০০ গ্রাম সোনার দাম কমে দাঁড়ালো ৪,৯৮,৩০০ টাকা (দাম কমেছে ১০০ টাকা)৷

Related Articles