নদীয়া সংবাদনিউজরাজ্য

জনসাধারণকে সচেতন করতে রানাঘাট ‘রুপারুপ’ নাট্য সংস্থার পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ পথনাটিকা

পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং রানাঘাট পৌরসভার সহযোগিতায় এদিন রানাঘাটের বিভিন্ন মোড়ে করোনা সচেতনতায় পথ নাটিকা পরিবেশন করে রূপারুপ।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া: রানাঘাটে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় আজ রানাঘাটে সাধারণ মানুষকে সচেতন করতে পথ নাটিকার আয়োজন করলো রানাঘাট রূপারুপ নাট্যসংস্থা।

পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং রানাঘাট পৌরসভার সহযোগিতায় এদিন রানাঘাটের বিভিন্ন মোড়ে করোনা সচেতনতায় পথ নাটিকা পরিবেশন করে রূপারুপ।

রবিবার রানাঘাট পৌরসভার সামনে থেকে এই মহতি উদ্যোগের সূচনা হয়। এরপর রানাঘাটের বিভিন্ন রাস্তার মোড়ে পরিবেশিত হয় এই সচেতনতা মূলক পথনাটিকা। পথনাটিকা ঘিরে পথ চলতি সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Related Articles