নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়াতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মানুষের অসচেতনতা দেখে উদ্বিগ্ন সাংসদ মহুয়া মৈত্র

মানুষের এই অসচেতনতা দেখে খুব উদ্বিগ্ন কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া;- করোনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাই হোক বা সাধারণ বাজার হাট সর্বত্রই মাস্ক বিহীন জনসাধারণ। জেলায় করোনার সংখ্যা বেড়ে ৪ হাজার ২৪ জন। নতুন করে আজ আক্রান্ত ১৪৮ জন ,লকডাউনে গৃহবন্দী না থাকার চোর-পুলিশ খেলাও চোখে পড়ছে।

আইনি বাধা আর মাত্র দু’দিন আগামী শুক্র এবং শনিবার। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সময় জেলায় কয়জন আক্রান্ত মানে অত্যন্ত গুরুতর বিষয়! আজ একদিনে শান্তিপুর ২৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়! রানাঘাট চাকদা কুপার্স তেহটটো কল্যাণী সর্বত্র রেকর্ড সংখ্যায় আক্রান্ত হচ্ছেন প্রতিদিন।

আর মানুষের এই অসচেতনতা দেখে খুব উদ্বিগ্ন কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র।

Related Articles