অর্থনীতিদেশনিউজবাজারদর

সাধারণ মানুষের হেসেলে টান, বছরের শুরুতেই বাড়ল রান্নার গ‍্যাসের দাম

Advertisement
Advertisement

বছরের প্রথম দিনেই সাধারণ মধ্যবিত্তের ফের টানাপোড়েন। সরকারি তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করল। ২০২০-এর ডিসেম্বর মাসেই রান্নার গ্যাসের দাম প্রায় ১০০ টাকা বাড়ানো হয়েছিল৷ এর জেরে ভর্তুকিযুক্ত ১৪.২ গ্যাসের দাম ৬৯৪ টাকা হয়েছিল ৬৪৪ টাকা থেকে৷ যদিও ১৪.২ কিলোর ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তনশীল৷

অন্যদিকে গত এক মাসে কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ৯১ টাকা বেড়েছে। ডিসেম্বর মাসের ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল গ্যাসের দাম ৯১ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৮১.৫০ টাকা হয়েছিল৷

দিল্লিতে ১৯ কিলোর এলপিজি সিলিন্ডারের দাম ১৭ টাকা বৃদ্ধি পেয়েছে। যার বর্তমান মূল্য ১৩৪৯৷ কলকাতায় ১৯ কিলো এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বেড়ে ১৪১০ টাকা হয়ে হয়েছে। কলকাতায় কর্মাশিয়াল গ্যাসের দাম বেড়েছে ২২টাকা ৫০ পয়সা এবং ১৪.২ কিলোর গ্যাসের দাম কলকাতায় বৃদ্ধি পেয়ে ৭২০ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ভারতের গুরুত্বপূর্ণ দুটি মহানগর মুম্বাই এবং চেন্নাইতে ১৯ কিলোর গ্যাস সিলিন্ডারের ১২৯৭.৫০ টাকা থেকে থেকে ১৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪৬৩.৫০ টাকা হয়েছে৷

গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি সরকার ভর্তুকিও বন্ধ করে দিয়েছে৷ আগে সরকারের তরফ থেকে গ্যাসের দামে ভর্তুকি দেওয়া হত।কিন্তু গত কয়েক মাসে ভর্তুকি বন্ধ হয়েছে। এর ফলে সাধারণ মানুষকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়তে হচ্ছে।

Related Articles