নিউজরাজনীতিরাজ্য

তৃণমূলকে উপরে ফেলতে হবে: Amit Shah

Advertisement
Advertisement

নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, এক নতুন সোনার বাংলা তৈরি হবে তাঁদের সহযোগিতায়, বললেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন বলে তাঁর দাবি।

মমতা কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি, তাহলে সরকার কী করে টাকা পাঠাবে? প্রশ্ন তুললেন অমিত শাহ। মা মাটি মানুূষের স্লোগান উধাও ১০ বছরের মধ্যে। অমিত শাহ বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো।’ আরো যুক্ত করেন, তৃণমূল সরকার অনুপ্রবেশ রুখতে পারবে না। অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গের সরকার ঢোকার পথ করে দিয়েছে।

বিজেপি বাংলার কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে যে বর্তমান সরকার পৌঁছতে দেয়নি কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা, দাবি অমিত শাহের। ‘বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার আলোচনাতেই আমরা ঠিক করব, যাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পুরো রাজ্যের মানুষ পান’, বললেন অমিত শাহ। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে মমতা পিছিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ অমিত শাহের।

অমিত শাহ প্রশ্ন তুললেন, ‘মানুষ পরিবর্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে, কিন্তু কী হল এই দশ বছরে’। তাঁর দাবি, তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দেবেন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে। ওই সভায় তাঁর আসার কথা থাকলেও, অমিত শাহ শেষ মূহুর্তে বঙ্গ সফর বাতিল করেছেন। তারপর ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন বিজেপির যোগদান মেলায়।

Related Articles