নিউজবিনোদন

দেশের দুর্দিনে একগুচ্ছ অনুদান দিলেন শাহরুখ খান! ভাগ পেলো বাংলাও

Advertisement
Advertisement

করোনা ভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে চলছে লড়াই প্রত্যেক মানুষ সেই লড়াই এ সামিল।লকডাউনের ফলে বন্ধ হয়ে প্রায় সবকিছু।আর দেশের দরিদ্র মানুষের স্বার্থে তাই এগিয়ে এসেছেন সকলে।সরকারের সঙ্গে দেশের জন্য ভাবছেন টলিউড বলিউড সেলেবরাও।যেমন করোনা ভাইরাসের সাথে লড়তে দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে 25 কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমার ,55 লক্ষ দিয়েছেন সচিন তেন্ডুলকর,বরুন ধাওয়ান।3 কোটি দিয়েছেন বিরাট অনুষ্কাও ।এছাড়াও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিতে।

এবার অনুদানের জন্য হাত বাড়ালেন কিং খান তবে বাকিদের মতো একবারও অনুদানের অঙ্কের কথা উল্লেখ করেননি ।কেবল বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের ঘোষণা করেছেন। যেমন পিএম কেয়ার Fund এ অনুদান দিয়েছেন। এছাড়াও রেড চিলি মালিক গৌরী খান ও শাহরুখ খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের সমর্থন এবং সুরক্ষার জন্য 50000 পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের যোগান দিয়েছেন।

মীর ফাউন্ডেশন এর সঙ্গে মিলে মুম্বাইয়ের 5500 পরিবারকে আগামী একমাস খাবার দেবার সংকল্প রেখেছেন। গরীব এবং প্রায় 2500 দিন মজুরের জন্য এক মাস খাবারের বন্দোবস্ত করার কথা ভেবেছেন। শাহরুখ খান লিখেছিলেন এই সময়ে আপনার চারপাশের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে আপনার পরিচিত বা অপরিচিত যেই হোক সকলের পাশে দাঁড়াতে হবে আসুন আমরা সবাই একে অপরের দেখাশোনা করি। ভারত এবং সমস্ত ভারতীয় একই পরিবার নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং প্রার্থনা করুন ।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles