নিউজরাজ্য

জুন থেকে চালু রেল পরিষেবা! রাজ্যে ৩২ টি ট্রেনের তালিকা প্রকাশ ভারতীয় রেলের

Advertisement
Advertisement

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি করেছে কেন্দ্র সরকার। একের পর এক দফা বদল করে বর্তমানে চতুর্থ দফায় চলছে লকডাউন। প্রথম দিকে সবকিছু বন্ধ থাকার নির্দেশ দিলেও চার দফার লকডাউনে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এগুলির মধ্যে রয়েছে রেল পরিষেবা। বর্তমানে কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হলেও আগামী ১ লা জুন থেকে নতুন করে ১০০ জোড়া ট্রেন চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

রেল দফতর সূত্রে খবর, এই ট্রেনগুলি নিয়মিত ভাবেই চালানো হবে। রেলে সফর করার জন্য আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাবে। অনলাইন বুকিং ছাড়াও রেলের নির্দিষ্ট কিছু কাউন্টার খোলা থাকবে, যেখান থেকে রিজার্ভেশন টিকিট পাওয়া যাবে। এই ট্রেনগুলিতে সফর করতে হলে সমস্ত স্বাস্থ্যবিধির নিয়ম কানুন মেনে চলতে হবে। রেল সূত্রে খবর, আগামী মাস থেকে যে ১০০ জোড়া ট্রেন চালানো হবে তার মধ্যে পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগকারী ১৬ জোড়া ট্রেন রয়েছে। দেখেনিন বাংলার সাথে যোগাযোগকারী সেই ৩২ টি ট্রেনের সম্পূর্ণ তালিকা:

১) ০২৭০৩/০৪ হাওড়া সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

২) ০২০২৩/২৪ হাওড়া পটনা জনশতাব্দী এক্সপ্রেস।

৩) ০২০৭৩/৭৪ হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

৪) ০২০২১/২২ হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস।

৫) ০২২৪৫/১২২৪৬ হাওড়া যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।

৬) ০২৮১০/০৯ হাওড়া মুম্বই সিএসটি মেল (ভায়া নাগপুর)।

৭) ০২৩০৭/০৮ হাওড়া জোধপুর/বিকানের এক্সপ্রেস।

৮) ০২৮৩৩/৩৪ আমেদাবাদ হাওড়া এক্সপ্রেস।

৯) ০২৩৮১/৮২ পূর্বা এক্সপ্রেস (ভায়া কর্ড)।

১০) ০২৩০৩/০৪ পূর্বা এক্সপ্রেস (ভায়া মেন)।

১১) ০২৩৭৭/৭৮ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

১২) ০২২০১/২২২০২ শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস।

১৩) ০২২১৩/২২২১৪ শালিমার পটনা দুরন্ত এক্সপ্রেস।

১৪) ০৫৪৮৪/৮৩ দিল্লী আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস।

১৫) ০২৩৫৭/৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস।

১৬) ০২৪০৭/০৮ অমৃতসর নিউ জলপাইগুড়ি কারামভূমি এক্সপ্রেস।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles