লাইফস্টাইল

দিঘা-পুরি- সুন্দরবন অতীত! মাত্র ৭০ টাকায় ঘুরে আসুন কলকাতার কাছের ‘মিনি আন্দামান’ থেকে

Advertisement
Advertisement

Tourist Spot Near Kolkata: ঘুরতে যেতে আমরা কেইনা পছন্দ করি বলুন তো দেখি? তবে, সবসময় বেশি বাজেটে ঘুরতে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আর কম পয়সার মধ্যে দিপুদা (Digha-Puri-Darjeling) প্রায় সকলেরই ঘোরা। তাহলে যাবেনটা কোথায় তাই ভাবছেন নিশ্চই? সেই জায়গাটা যদি আন্দামান (Andaman) হয় তাহলে কেমন হয় বলুন তো। এক্ষেত্রে আবার অনেকের মনেই প্রশ্ন আসবে যে, আন্দামান তো অনেক খরচের ব্যাপার। তাহলে? আসলে কলকাতার খুব কাছেই আছে ‛মিনি আন্দামান’ (Mini Andaman)। যেখানে আপনি নামমাত্র খরচে ঘুরে আসতে পারেন।

Tourist Spot Near Kolkata

একই জায়গায় যদি দুয়ের স্বাদ পেতে চান তাহলে বলবো এই মিনি আন্দামান (Andaman) আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানে জঙ্গল (Forest) ও সমুদ্র (Sea) দুই আছে। এমনকি রয়েছে কুলপি নদীর (Kulpi River) ধার। যার পাড়ে বসে কিনা কবি জীবনানন্দ দাশ (Jibanananda Dash) কবিতাও (Poem) লিখেছেন। একেবারে শান্ত-শীতল মনোরম পরিবেশে আপনার সময় যে কিভাবে কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

জায়গা (Location Tourist Spot Near Kolkata)

কলকাতা (Kolkata) থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মিনি আন্দামান (Mini Andaman)।

Viral Video
Viral Video: গোপনাঙ্গে ফেনা লাগিয়ে ভাইরাল সোফিয়া! দেখুন সেই ভিডিও

কিভাবে পৌঁছাবেন (How To Reach Kulpi River)

শিয়ালদহ (Sealdah) থেকে নামখানা (Namkhana) বা কাকদ্বীপগামী (Kakdwip) যেকোনো ট্রেনে (Train) চেপে কুলপি স্টেশনে (Kulpi Station) নামতে হবে। এরপর হেঁটে অথবা টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন কুলপি নদীর ধারে।

দর্শনীয় স্থান (Tourist Spot Near Kolkata)

১.এই জায়গাটিকে আপনি পিকনিক স্পট (Picnic Spot) হিসেবে বেছে নিতে পারেন।
২.এখানে আপনি জঙ্গল ও সমুদ্র (Forest-Sea) দুইয়ের ছোঁয়া পাবেন।
৩.ঐতিহাসিক কুলপি নদীর ঘাট একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র গুলির মধ্যে একটি।

Tourist Spot Near Kolkata

খরচ (Cost)

এই মিনি আন্দামান (Mini Andaman) ঘুরে আসতে আপনার জন পিছু যাওয়া-আসা মিলিয়ে ১৫০ টাকা খরচ পড়বে।

ঘুরতে যাওয়ার সেরা সময় (Best Time For Visit)

যেকোনো সময়ই আপনি এই স্থানে ঘুরে আসতে পারেন। তবে, শীতকাল (Winter) এখানে ঘোরার উপযুক্ত সময়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles