অর্থনীতি

বাড়িতে বসেই প্রতি মাসে ৪০ হাজার টাকা আয় করার সুবর্ণ সুযোগ, রইল পদ্ধতি

বাড়িতে বসেই মোটা টাকা আয় করতে পারেন আপনি। এই ব্যবসাতে আপনি ভালোই লাভবান হবেন।

Advertisement
Advertisement

করোনা আবহে লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। তবে এবার উৎসবের প্রাক্কালে সাধারণ মানুষের কাজের এক বড় সুযোগ। বাড়িতে বসেই মোটা টাকা আয় করতে পারেন আপনি। এই ব্যবসাতে আপনি ভালোই লাভবান হবেন। আপনি এই সময় বিস্কুটের ব্যবসা শুরু করতে পারেন। কারণ বিস্কুটের চাহিদা কখনও কমবে না। মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।

কেন্দ্রের মুদ্রা প্রকল্পের মাধ্যমে অতি সহজেই ঋণ পাওয়া যায়। তাই আপনার টাকা না থাকলে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর এই টাকা দিয়ে আপনি কেক, বিস্কুট, চিপস বা পাউরুটি প্রস্তুতের ইউনিট শুরু করা যেতে পারে৷ এই ব্যবসাতে মূলধন হিসাবে আপনাকে কাঁচামাল ও বেকারির কর্মীদের বেতন, ভাড়া ইত্যাদি খরচ এর জন্য ১.৮৬ লক্ষ টাকা লাগতে পারে। এছাড়া ৩.৫ লক্ষ টাকার মেশিনপত্র খরচও লাগবে।

প্রথম ধাপে আপনি ৫.৩৬ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আর এর মধ্যে পকেট থেকে মাত্র ৯০ হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে৷ আর বাকি টাকা আপনি টার্ম লোন ও ব্যাঙ্কিং ক্যাপিট্যালের টার্মের মধ্যে পাওয়া যাবে। আর এই ব্যবসাতে আপনার এক বছরের খরচ হতে পারে।

এক্ষেত্রে আপনার প্রোডাকশনের খরচ ১৪.২৬ লক্ষ টাকা, টার্ন ওভার ২০.৩৮ লক্ষ টাকা, মোট লাভ ৬.১২ লক্ষ টাকা। আপনার ঋণের সুদ ৫০ হাজার টাকা, আয়কর ১৩-১৫ হাজার টাকা, অন্যান্য খরচ ৭০-৭৫ হাজার টাকা। আর আপনার মোট লাভ হতে পারে ৪.৬০ লক্ষ টাকা।আপনার এই ব্যবসার মাসিক আয় ৩৫-৪০ হাজার টাকা৷

Related Articles