অর্থনীতিনিউজ

PM Vishwakarma Yojana: গ‍্যারেন্টি ছাড়াই মিলবে ৩ লক্ষ টাকা ঋণ! কীভাবে জানুন

নাম মাত্র সুদে সাধারণ মানুষকে ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার

Advertisement
Advertisement

ভারত সরকার সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক স্কিম বাজারে এনেছে। বিভিন্ন মানুষকে নানাভাবে সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। ১৭ই সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পূজোর দিনে মোদী সরকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নামক একটি নতুন স্কিম (PM Vishwakarma Yojana) লঞ্চ করেছে। ব্যবসায়িক ক্ষেত্রে আগ্রহ বাড়ানোর জন্য এই সিমটি লঞ্চ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতের বিভিন্ন শ্রেণীর কারিগরদের ট্রেনিং ও অর্থ প্রদানের মাধ্যমে সুবিধা দেওয়া হবে।

পিএম বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana) অধীনে ১৮টি পেশা যথা কাঠ মিস্ত্রি, নৌকা প্রস্তুতকারক, অস্ত্র প্রস্তুতকারক, কামার, হাতুড়ি, তালার কর্মচারী, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, পাথর ভাঙার কারিগর, মুচি, রাজমিস্ত্রি প্রমুখ কারিগররা অন্তর্ভুক্ত রয়েছে। এই যোজনার সুবিধা নেওয়ার জন্য পিএম বিশ্বকর্মা শংসাপত্র এবং আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। আইডি কার্ড থাকলে প্রতি মাসে কারিগরদের ৫০০ টাকা করে ভাতা ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

শুধু ভাতা বা প্রশিক্ষণ নয় পিএম বিশ্বকর্মা যোজনায় (PM Vishwakarma Yojana) মিলবে গ্যারান্টি ছাড়াই লোনের বিশেষ সুবিধা। এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত থাকা কারিগররা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। ব্যাবসায়ীক কাজের জন্যই এই ঋণ দেওয়া হবে। দুটি কিস্তির মাধ্যমে এই টাকা দেবে কেন্দ্র সরকার। প্রথমে ১৮ মাসের মেয়েদে ১ লক্ষ টাকা দেবে। এই ঋণ শোধ হয়ে গেলে ৩০ মাসের মেয়াদে পাওয়া যাবে ২ লক্ষ টাকার ঋণ। এই টাকা ৫ শতাংশ সুদের হার রিটার্ন করতে হবে।

উক্ত ১৮টি পেশার সঙ্গে যুক্ত যে কোনো কারিগর এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই স্কীমের (PM Vishwakarma Yojana) সুবিধা নিতে পারবে। আবেদন করার জন্য আধার কার্ড, প‍্যান কার্ড, ছবি, ব্যাংকের বই সহ আরো বেশ কিছু নথি প্রয়োজন হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানানর জন্য pmvishwakarma.gov.in-এ যেতে পারেন। কিংবা ১৮০০২৬৭৭৭৭৭ হেল্প লাইন নম্বরে কর করতে পারেন।

Related Articles