অর্থনীতি

মাঝ নভেম্বরে খুশির খবর! ফের কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, কত টাকা? জেনে নিন

Advertisement
Advertisement

LPG Cylinder Price: দীপাবলির (Diwali) পর এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম নিয়ে এক আনন্দের খবর জানাল কেন্দ্রীয় সরকার। যে এলপিজি সিলিন্ডারগুলি অ-গার্হস্থ্য স্থানে যেমন বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, পোল্ট্রি, শিল্প এবং রেস্তোরাঁয় ব্যবহৃত হয়, তা হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (Commercial LPG Cylinder) । রাষ্ট্র দ্বারা পরিচালিত তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। এলপিজি সিলিন্ডারের দাম মুদ্রা বিনিময় হার এবং বিশ্ব বাজারে অপরিশোধিত দামের উপর নির্ভর করে।

LPG Cylinder Price

তেল কোম্পানিগুলি (Oil Marketing Companies) আজ, বৃহস্পতিবার, ১৬ই নভেম্বর, ২০২৩ বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করেছে৷ ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম শুনে সামান্য স্বস্তি পেল ব্যবসায়ীরা৷ ঘোষনা অনুযায়ী, তেল বিপণন সংস্থাগুলি (OMC) ৫৭.৫০ টাকা দাম কমিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে নতুন হার কার্যকর হয়েছে। দীপাবলির ঠিক আগে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের (19kg Commercial Gas Cylinder) দাম ১০১.৫০ টাকা বাড়ানো হয়েছিল। তবে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।

সর্বশেষ দাম কি ছিল? (LPG Cylinder Last Price)

নতুন পরিবর্তনের পর, ১৯ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৭৫৫.৫০ টাকা, কলকাতায় ১৮৮৫.৫০ টাকা, মুম্বাইতে ১৭২৮ টাকা এবং চেন্নাইতে প্রতি সিলিন্ডার ১৯৪২ টাকা।

৩০শে আগস্ট গ্যাসের দামের হ্রাস (Price Decrease)

এর আগে ৩০শে আগস্ট গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের (Domestic Cylinder) দাম পরিবর্তন করা হয়েছিল। সেই সময় সরকার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল। একই সময়ে, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য ৪০০ টাকা বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

LPG Cylinder Price

গার্হস্থ্য সিলিন্ডারের (Domestic Cylinder) দাম কত?

গার্হস্থ্য সিলিন্ডারের (Domestic Cylinder) দামে কোনো পরিবর্তন নেই। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৯০৩ টাকা, কলকাতায় ৯২৯ টাকা, মুম্বাইতে ৯০২.৫০ টাকা এবং চেন্নাইতে প্রতি সিলিন্ডার ৯১৮.৫০ টাকা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles