নেহা কক্করের ধামাকাদার গানে তুমুল নাচ অভিনেত্রী তৃণার, মুহূর্তে ভাইরাল ভিডিও

স্টার জলসা প্রেমীরা খড়কুটোর গুনগুনকে চেনেন না এমন বোধহয় কেউ নেই। খড়কুটো সিরিয়াল এর মুখ্য চরিত্র গুনগুন ওরফে তৃনা সাহার উচ্ছল, প্রাণবন্ত, সরল অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। টলিউডের জনপ্রিয় দুষ্ট-মিষ্টি অভিনেত্রী তৃনা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকে ভক্তরা অনস্ক্রিন এর সৌজন্য ও গুনগুন চরিত্র যেমন ভক্তদের মনে জায়গা করে নিয়েছে তেমন অফ স্কিনে তৃণার আসল মনের মানুষ নীলের সাথে তার কেমেস্ট্রি দেখার জন্য মুখিয়ে থাকেন।
কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্যের সাথে বিয়ে হয়েছে তার ইনস্টাগ্রামে বিয়ের নানান মুহূর্ত অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছিলেন তারা। এবার সম্প্রতি নিজের একক একটি ইনস্টাগ্রাম রিল শেয়ার করেছেন সকলের সাথে। ইতিপূর্বে টিক টক অ্যাপ এ ভিডিও পোস্ট করতেন তৃনা সাহা কিন্তু বর্তমানে টিকটক ব্যান হয়ে গিয়েছে তবে তাতে কি ইনস্টাগ্রাম রিলেও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
সম্প্রতি তার শেয়ার করা এই রিল ভিডিওতে তাকে নাচতে দেখা যাচ্ছে। সাদা রঙের টপ আর জিন্স পরে অসাধারণ ভঙ্গিমায় নাচ করেছেন তিনি। হানি সিংহের রাপে নেচে সকলের মন জয় করে নিয়েছেন। ইতিমধ্যে ইনস্টাগ্রামের এই ভিডিওটি 55 হাজার লাইক পেয়েছে। আর কমেন্ট সেকশন জুড়ে বয়েছে প্রশংসার বন্যা।
কিছুদিন আগেই তৃনা ও নীল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। প্রচারকার্যের পাশাপাশি শুটিংও চলছে কিন্তু তারপরেও ব্যস্ততার মাঝে দর্শকদের মনোরঞ্জনের উপকরণ যুগিয়েছেন তিনি।