বিনোদন

এবার ঋদ্ধির সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী গাঙ্গুলি, প্রকাশ্যে এল ছবি

Advertisement
Advertisement

সবেমাত্র মা হয়েছেন রাজ ঘরনী শুভশ্রী। জন্ম নেওয়ার পর থেকেই সেলিব্রিটি রাজপুত্র ইউভান। বর্তমানে রাজ-শুভশ্রীর সময় কাটছে তাদের একরত্তি ছেলেকে সামলাতেই। কিন্তু এবার কি সংসার থেকে মন উঠলো শুভশ্রীর? নিজের থেকে আট বছরের ছোট অভিনেতা ঋদ্ধির সঙ্গে এবার জুটি বাঁধছেন শুভশ্রী। তাহলে এবার কি হবে রাজ ও তার ছেলের!

চিরাচরিত কাস্টিংয়ের নিয়ম ভেঙে টালিগঞ্জের পরিচালকেরা আজকাল নতুন জুটির দিকেই বেশি ঝুঁকছেন। যার জেরে ছবি ঘিরে যেমন অভিনবত্ব তৈরি হচ্ছে, সঙ্গে বাড়ছে দর্শকদের কৌতূহলও। ইন্দ্রদীপ দাশগুপ্ত মানেই চমকের পর চমক। নিজের প্রথম ছবি ‘কেদারা’-তে অনেককেই চমকে দিয়েছিলেন পরিচালক। আর এবার পালা তাঁর তৃতীয় ছবি ‘বিসমিল্লাহ’-তে দর্শকদের চমক দেওয়ার। নিশ্চয়ই অবাক হচ্ছেন হঠাৎ করে শুভশ্রীর থেকে কোথা থেকে সিনেমা প্রসঙ্গ চলে আসলো? আসলে শুভশ্রী মানেই তো সিনেমা। তবে, কিন্তু একদম ভাববেন না ঋদ্ধির সঙ্গে জুটি বাঁধছেন না শুভশ্রী(Subhasree Ganguly)।

ঋদ্ধির সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী এটা ঠিকই তবে, কপাল পুড়েছে না রাজের এই যা। এবার খোলসা করে বলা যাক আসল ব্যাপার। আসলে দর্শকরা দেখতে চলেছে এক নতুন জুটিকে। বিসমিল্লাহ’ ছবিতে ঋদ্ধি সেনের নাম আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধছেন বাংলা ছবির প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। যেখানে শুভশ্রীর চরিত্রের নাম ফাতিমা। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম চ্যালেঞ্জে নিজের লুক প্রকাশ্যে আনলেন শুভশ্রী (Subhasree Ganguly)।

শুভশ্রীর পোস্ট করা ছবিতে দেখা গেল এক বনেদি বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে শুভশ্রী। তাঁর পরনে কমলা রঙের শাড়ি, খোলা চুলে মায়াবী পরিবেশে কারুর অপেক্ষায় লাস্যময়ী শুভশ্রী (Subhasree Ganguly)। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখলেন -‘এ হল বিসমিল্লাহ-র ফাতিমা’। এবার আসা যাক ছবির গল্পে। এক মুসলিম পরিবারের ছেলের গল্প বলবে বিসমিল্লাহ। যার জীবনের ধ্যানজ্ঞান সানাই। মূলত অসমবয়সী প্রেমের আখ্যান উঠে আসবে এই ছবিতে। প্রেম-বিয়ে ভালোবাসা নানা ধরনের সেডে এগিয়ে যাবে বিসমিল্লাহর গল্প। ছবিতে ঋদ্ধি শুভশ্রীকে ছাড়াও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অনেককে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles