বিয়ের সাত মাসের মাথায় রোহনকে নিয়ে মুখ খুললেন নেহা কক্কর, স্বামীর ব্যবহারে আবেগঘন বলিউডের রিমেক কুইন

গায়িকা নেহা কক্কর কিছু দিনের মধ্যেই নিজের কেরিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন, নেহা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ার মোস্ট ফলোড সেলিব্রেটি দের মধ্যে একজন। আর সেই সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে বেশ অ্যাক্টিভ তিনি। মাঝে মধ্যেই নিজের বিভিন্ন মুহুর্ত অনুরাগীদের সাথে শেয়ার করেন নেহা। আর গায়িকার বিয়ে হওয়ার পর তো কোনো কথাই নেই, নিজের স্বামী রোহান প্রীত এর সাথে লাভিডাভি মুহুর্ত অনুরাগীদের সাথে ভাগ করেন নেহা।
গত বছর লকডাউনের মধ্যে বিয়ে সেরেছেন নেহা এবং রোহান, দেখতে দেখতে পূর্ন হয়ে গিয়েছে বিয়ের ছয় মাস। আর তার উপলক্ষেই স্বামী রোহনের উদ্দেশ্যে নেহা লিখলেন, ‘রোহন প্রতিদিন নেহার হৃদয় জিতে নেন, রোহনই নেহাকে নিজেকে আরও বেশি করে ভালোবাসতে শিখিয়েছে। রোহান কে পৃথিবীর সেরা স্বামী বলে অভিহিত নেহা। নেহা জানান রোহনকে তিনি অনেকখানি ভালোবাসেন’।
অন্যদিকে স্বামী রোহন প্রীতও কম যান না, তিনিও নেহার সাথে ছবি পোস্ট করে ৬ মাস বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী নেহাকে, রোহন লিখেছেন, আমি ভাষায় বর্ণনা করতে পারবোনা ভেতরে এবং বাইরে থেকে নেহা কতখানি সুন্দর। রোহন জানান নেহা একজন সৃষ্টিশীল মানুষ, তিনি বলেন যেমন ভাবে ঈশ্বর এই বিশ্বকে সৃষ্টি করেছে, তেমনভাবেই নেহা আমাদের পৃথিবীকে সুন্দরভাবে তৈরি করেছে। আমি এখনো বিশ্বাস করতে পারিনা নেহা আমার, রোহন নেহাকে ধন্যবাদ জানান তার জীবনে আসার জন্য।
অভিনেতা হিমাংশ কোহলির সাথে দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পর একপ্রকার ভেঙ্গে পরেছিলেন নেহা, মাঝে গায়ক উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়নের সাথে নেহার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও গত অক্টোবরের ২৪ তারিখে রোহনের সাথে সাত পাকে বাঁধা পড়েন নেহা। নেহার এক মিউজিক ভিডিরও শুটিং করার সময়ই নেহার সাথে আলাপ হয়েছিলো রোহনের। বিয়ের পর থেকেই একে অপরের ভালোবাসায় বুদ হয়ে আছে এই জুটি। প্রতিদিনই যেন নতুন করে একে অপরের প্রেমে পড়েছেন তারা।