বিনোদন

সুপ্রিম কোর্টের রায়ের পর কি বললেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা?

বুধবার বিচারপতি হৃষিকেশ রায়ের সিঙ্গল বেঞ্চ খারিজ করে দিল সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর পিটিশন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে 'সত্যের জয়' বলেই মনে করছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অভিনেত্রী অঙ্কিতা।

Advertisement
Advertisement

অবশেষে হল সত্যের জয়। এবার সুশান্ত মৃত্যু কান্ডের রহস্য ফাঁস করতে ময়দানে নামার ছাড়পত্র পেল সিবিআই। সিবিআই জারি রাখবে সুশান্ত মৃত্যুকাণ্ডের তদন্ত সাফ জানাল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি হৃষিকেশ রায়ের সিঙ্গল বেঞ্চ খারিজ করে দিল সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর পিটিশন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে ‘সত্যের জয়’ বলেই মনে করছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অভিনেত্রী অঙ্কিতা।

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক থেকে সুশান্ত-অঙ্কিতার সম্পর্কের সূত্রপাত। অনেকগুলি বছর তাঁদের সম্পর্ক থাকলেও পরবর্তীকালে ছেদন ধরে সম্পর্কে, বিচ্ছেদ হয়ে যায় সুশান্ত-অঙ্কিতার। বিচ্ছেদ হলেও সুশান্তের প্রতি অঙ্কিতার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি তা প্রমাণ পাওয়া গিয়েছিল সুশান্তের মৃত্যুর খবরে। সুশান্তের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর থেকেই অভিনেতার সঠিক বিচার পাওয়ার দাবি জানিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা। এদিন সুপ্রিম কোর্টের রায় সামনে আসার পরই টুইট করে অভিনেত্রী অঙ্কিতা লেখেন, ‘বিচার হল সত্যের শুরু। সত্যের জয়’।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ময়নাতদন্ত রিপোর্ট বলেছিল আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত, কিন্তু তা মানতে নারাজ সুশান্তের পরিবার সহ অনুরাগীরা। বহুবার সুশান্তের মৃত্যুর পর উঠেছে স্বজনপোষণের অভিযোগ। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা অভিনেতার মৃত্যুর জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অবশেষে এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সুশান্ত মৃত্যু মামলা তদন্ত করার পূর্ণ জুরিসডিকশন ছিল পাটনা পুলিশের কাছে। এই মামলার এফআইআর দায়ের করার বিহার সরকারেরও পূর্ণ অধিকার রয়েছে, এমনকি অধিকার রয়েছে এই মামলার সিবিআই তদন্তের সুপারিশ সিবিআইয়ের হাতে দেওয়ার।

এদিন বিচারপতি হৃষিকেশ সাফ জানান, ‘সুশান্ত মামলায় বিহার পুলিশের এফআইআর দায়ের করার পূর্ণ আইনি অধিকার রয়েছে। সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিশ এই মামলার ইনকুয়েস্ট করেছে। মুম্বই পুলিশ এই মামলায় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য এটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের’। এই প্রসঙ্গে সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী বিকাশ সিং জানান, ‘ মুম্বই পুলিশ এই মামলায় ভুল দিশা দিয়েছিল। সিবিআইয়ের তদন্তে কোর্ট স্ট্যাম্প দিয়েছে এবং সুশান্ত সংক্রান্ত কোনও মামলা দায়ের হলে সেটা সিবিআই তদন্ত করবে স্পষ্ট জানিয়ে দিয়েছে সিবিআই’।

Related Articles