কপালে জ্বলজ্বল করছে হালকা সবুজ আবির, গাঢ় নীল পোশাকে বিশেষ বার্তা দিলেন ‘দিদি নং ১’-এর রচনা ব্যানার্জি

গত দু’দিন ধরে গোটা ভারতবর্ষে উদযাপিত হয়েছে রঙের উৎসব দোল, আর তাতেই মেতে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের সেলিব্রেটিরা। প্রত্যেকেই প্রায় নিজেদের হোলি সেলিব্রেশন এর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তাদের মধ্যে একজন হলেন টলিউড খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি।
সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকতে দেখা যায় রচনা ব্যানার্জি কে। রচনা মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি পোস্ট করতে থাকেন গণমাধ্যমে এবং সেই ছবিগুলি জনপ্রিয় হয়ে ওঠে, রচনার এইসব ছবিগুলি বেশ পছন্দ করেন তাঁর অনুরাগীরা। ছবির পাশাপাশি ইনস্টাগ্রাম রিলও পোস্ট করতে থাকেন নায়িকা। কিছুদিন আগেই তিনি ঘুরতে গিয়েছিলে শান্তিনিকেতনে সেখান থেকে পোস্ট করেছিলেন নানান ছবি যা রীতিমতো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।
আর এবার তাকে দেখা গেল হোলিতে নিজের ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ পোস্ট করতে। ডার্ক ব্লু রংয়ের একটি ওয়ান পিস পড়ে চোখে চশমা এবং গালে সবুজ রঙের আবির দিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান। ক্যাপশনের লিখলেন, “অন্তহীন নীল আমাদের জীবনের রঙ”। রচনা আর এই ছবি মুহূর্তের মধ্যেই নেট জগতে হয়ে গিয়েছে ভাইরাল।
বয়স ছেচল্লিশের কোটায় দাঁড়িয়েও একইরকম ভাবে নিজের গ্ল্যামার এবং সৌন্দর্যকে ধরে রেখেছেন রচনা। একসময় তিনি নিজের অভিনয় দিয়ে কাঁপিয়েছেন চলচিত্র জগৎ। প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলের সাথেই জুটি বেঁধেছেন সুন্দরী এই নায়িকা। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ,তেলেগু ছবিতেও অভিনয় করেছেন রচনা। তবে বর্তমানে চলচ্চিত্র দুনিয়া থেকে অবসর নিয়েছেন তিনি। সিনেমা জগৎ থেকে সরে গেলেও ল্যাম লাইট থেকে সরে যাননি নায়িকা বরং দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হয়ে পৌঁছে গিয়েছেন ঘরে ঘরে।